নোকিয়ার এই ফোনটি লঞ্চ হওয়ার আগেই ক্যামেরা অ্যাপে টেলিফটো আর ওয়াইড অ্যাঙ্গেলের সাপোর্ট পেল

Updated on 15-Dec-2017
HIGHLIGHTS

Nokia 5 ফোনটিতে এই ক্যামেরা অ্যাপ কাজ করেনা তবে এই অ্যাপ থেকে এটা জানা যায় যে ভবিষ্যতে কোম্পানি কি অফার করবে

Nokia 5 এর জন্য ওরিও বিটা আপডেট নোকিয়ার ক্যামেরা অ্যাপে নতুন ভার্শান নিয়ে এসেছে যাতে কোন নতুন ফিচার্স নেই। এবার নোকিয়ার ক্যামেরা টেলিফটী আর ওয়াইড অ্যাঙ্গেল দুই ধরনের ডুয়াল ক্যামেরা সাপোর্ট করবে।       

এই অ্যাপটি বিশেষ ভাবে 2x টেলিফটো জুম দেখায় যা এই সময়ের ফোনের জন্য স্ট্যান্ডার্ড। Nokia 5 ফোনটিতে এই ক্যামেরা অ্যাপ কাজ করেনা তবে এই অ্যাপ থেকে এটা জানা যায় যে ভবিষ্যতে কোম্পানি কি অফার করবে।

এখনও অব্দি বাজারে কোন ফোন এরকম নেই যাতে টেলিফটো আর ওয়াইড অ্যাঙ্গেল লেন্স একসঙ্গে আছে। এর আগে আমরা এক সঙ্গে তিনটি ক্যামেরা যুক্ত ফোন আসার গুজব সুনেছি তবে এরকম হতেই পারে যে HMD দুটি আলাদা আলাদা মডেলের ওপর ভাবনা করছে।

ক্যামেরা অ্যাপের এলতি পরিবর্তন দেখা গেছে আর এবার আপনি Nokia 5 কে ম্যানুয়ালি শট স্পিড আর ISO বাছতে পারে। শটসের জন্য 1/500s আর 1s এর মাঝে ভ্যালু সহ আর ISO’র জন্য 100 থেকে 2,000  এর মাঝে থাকে। 

সোর্সঃ

Connect On :