Nokia C32 ভারতে আগামীকাল অর্থাৎ 23 মে লঞ্চ হতে পারে
ভারতে এই ফোনের দাম 9999 টাকা থেকে শুরু হতে পারে
ডিভাইসটি Unisoc SC9863A চিপসেটে কাজ করবে বলে আশা করা হচ্ছে
Nokia কোম্পানি শীঘ্রই ভারতে তার নতুন ফোন Nokia C32 লঞ্চ করতে পারে। ভারতে এই ফোন তিনটি কালার অপশনে আসতে পারে। এই ফোনে কোম্পানি এক বছরের রিপ্লেসমেন্ট অফার দিতে পারে বলে খবর রয়েছে। বলে দি যে এই মডেলটি ফেব্রুয়ারি মাসে গ্লোবাল লঞ্চ করেছিল।
ভারতে কত দামে আসবে Nokia C32
91Mobiles মোবাইলের একটি রিপোর্ট অনুযায়ী, Nokia C32 ভারতে আগামীকাল অর্থাৎ 23 মে লঞ্চ হতে পারে। ভারতে এই ফোনের দাম 9999 টাকা থেকে শুরু হতে পারে। এর পাশাপাশি, ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হবে, যা 3GB সহ 64GB স্টোরেজ থাকবে এছাড়া, 4GB RAM সহ 128GB স্টোরেজ আসতে পারে, যা মাইক্রোএসডি কার্ডে বাড়ানো যাবে।
Nokia C32 ইউরোপে অটাম গ্রিন, বিচ পিঙ্ক এবং চারকোল কালার অপশনে লঞ্চ করা হয়েছিল। ফোনের দাম EUR 129 (প্রায় 11,300 টাকা) রাখা হয়েছে।
Nokia C32 ভারতে ফোনটি কোন ফিচার সহ আসতে পারে
আপকামিং ফোনে 6.5 ইঞ্চি IPS HD (1,280 x 720 পিক্সেল) ডিসপ্লে থাকতে পারে। ডিভাইসটি Unisoc SC9863A চিপসেটে কাজ করবে বলে আশা করা হচ্ছে। ফোনটি Android 13 এর সাথে আসতে পারে। এই ফোনটি ডুয়াল সিম সাপোর্ট সহ আসবে।
Nokia C32 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকতে পারে। এই ক্যামেরা মডিউলটিতে LED ফ্ল্যাশ সহ একটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 2MP সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। ডিসপ্লের উপরে 8MP সেলফি ক্যামেরা থাকতে পারে। পাওয়ার দিতে স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি দিতে পারে যা 3 দিন পর্যন্ত চলবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.