মাত্র 9,999 টাকায় Nokia নিয়ে হাজির নতুন স্মার্টফোন, ফোনে রয়েছে 5050mAh ব্যাটারি

মাত্র 9,999 টাকায় Nokia নিয়ে হাজির নতুন স্মার্টফোন, ফোনে রয়েছে 5050mAh ব্যাটারি
HIGHLIGHTS

Nokia C31 দুটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে

Nokia C31 ফোনের দাম 9,999 টাকা থেকে শুরু হয়

Nokia C31 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে

HMD Global ভারতীয় বাজারে তার নতুন Nokia স্মার্টফোন Nokia C31 লঞ্চ করেছে। এই ফোনটি বাজেট প্রাইসে লঞ্চ করা হয়েছে। ফোনের ফিচার সম্পর্কে বললে, এই মোবাইল ফোনটি 6.75” ডিসপ্লে, 4GB RAM, 13MP ক্যামেরা এবং 5,050mAh ব্যাটারির মতো স্পেসিফিকেশন সহ আসে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে….

Nokia C31 ফোনের ভারতে দাম:

Nokia C31 দুটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে একটি ভ্যারিয়্যান্ট হল 3GB RAM এবং 32GB স্টোরেজ। যার দাম 9,999 টাকা রাখা হয়েছে। এছাড়া ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 10,999 টাকা রাখা হয়েছে। এটি শীঘ্রই ই-কমার্সে বিক্রি করা হবে। এটি চারকোল, মিন্ট এবং সায়ান রঙের বিকল্পগুলিতে কেনা যাবে।

Nokia-C31

Nokia C31 এর ফিচার:

Nokia C31 ফোনে রয়েছে একটি 6.74-ইঞ্চি LCD ডিসপ্লে যার পিক্সেল রেজোলিউশন 1600 x 720। এই ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে কাজ করে। Nokia C31 ফোনটি Android 12 এ লঞ্চ করা হয়েছে যা স্টক ভার্সন। 1.6GHz ক্লক স্পিড সহ অক্টা-কোর প্রসেসর সহ এই স্মার্টফোনে Unisoc 9863A1 দেওয়া হয়েছে।

Nokia C31 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এর প্রথম সেন্সরটি 13 মেগাপিক্সেলের। দ্বিতীয়টি একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। তৃতীয়টি একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্ট সেন্সর রয়েছে। ফোনে 5050mAh ব্যাটারি রয়েছে যা 10W চার্জিং সাপোর্ট করে।

ফোনে একটি রিয়ার-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক মেকানিজম, ওয়্যারড অডিও আউটের জন্য 3.5 মিমি অডিও জ্যাক, একটি USB-C পোর্ট, ব্লুটুথ 4.2 এবং ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য Wi-Fi, ডুয়াল-সিম, এক্সপেন্ডেবল স্টোরেজের জন্য মাইক্রোএসডি এবং ওয়্যারলেস রয়েছে। রেডিওর মতো এফএম ফিচার দেওয়া হয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo