Nokia C22 ফোনটি আগামী 11 মে ভারতে লঞ্চ করতে চলেছে। HMD Global -এর তরফে শনিবার এই নিশ্চিত বার্তা জানানো হয়েছে। Nokia C সিরিজের এই ফোনটি ইতিমধ্যেই ইউরোপের নির্দিষ্ট বাজারে লঞ্চ করে গিয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে ইউরোপীয় বাজারে Nokia C22 ফোনটি লঞ্চ করেছে। এটার সঙ্গেই সেখানে লঞ্চ করেছে Nokia C32 ফোনটিও।
Nokia C22 ফোনটিতে আছে 6.5 ইঞ্চির একটি LCD ডিসপ্লে সহ ডুয়াল রিয়ার ক্যামেরা। এখানে প্রাইমারি ক্যামেরায় আছে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ অ্যান্ড্রয়েড 13। এখানে আছে 5000 mAh ব্যাটারি, কোম্পানি দাবি করেছে এক চার্জে নাকি এই ফোন 3 দিন চলতে সক্ষম। এখানে IP52 রেটিং আছে যা জল প্রতিরোধ করতে সক্ষম।
মঙ্গলবার একটি টুইটের মাধ্যমে Nokia -এর তরফে জানানো হয়েছে যে এটি মাত্র দুদিনের মধ্যে ভারতে লঞ্চ করতে চলেছে। এই ফোনের টিজার জানানো হয়েছে এখানে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট সহ ক্যামেরা থাকবে। এই ফোনের ব্যাটারি নাকি একবার চার্জ দিলে 3 দিন পর্যন্ত চলতে পারে। যদিও এই ফোনের কত দাম হবে সেটা এখনও জানা যায়নি।
গত ফেব্রুয়ারি মাসে ইউরোপে লঞ্চ করেছে Nokia C22 এবং C32। এই ফোনটি যখন ইউরোপীয় বাজারে লঞ্চ করে তখন এটির দাম রাখা হয়েছিল EUR 109 অর্থাৎ যা কিনা ভারতীয় মূল্যে প্রায় 9,500 টাকা। এই ফোনটি সেখানে চারকোল, পার্পল, এবং স্যান্ড রঙে উপলব্ধ হয়েছিল।
1. এই ফোনের ইউরোপীয় মডেলে যা যা ফিচার দেখা যায় সেই একই ফিচার ভারতীয় মডেলে দেখা যাবে বলে জানা গিয়েছে।
2. এই ফোনে ডুয়াল ন্যানো সিম সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে।
3. এখানে আছে একটি 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে যেখানে 720X1600 পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবে।
4. Unisoc SC9863A প্রসেসর থাকবে এই ফোনে। 2 GB RAM আছে এই ফোনে। তবে অব্যবহৃত স্টোরেজ কাজে লাগিয়ে ভার্চুয়ালি RAM বাড়ানো যাবে।
64 GB ইন্টারনাল স্টোরেজ আছে এই ফোনে। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে 256 GB পর্যন্ত।
5. 13 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে এই হবে। 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এখানে।
6. 10W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে।
7. IP52 রেটিং আছে এই ফোনে যা ধুলো এবং জল প্রতিরোধ করতে সক্ষম।
8. রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এই ফোনে। এখানে ফেস আনলকের ফিচার আছে।