HMD Global মঙ্গলবার 21 মার্চ ভারতে তাদের নতুন ফোন Nokia C12 Pro লঞ্চ করেছে
Nokia C12 Pro ফোনের দাম 7 হাজার টাকারও কমে শুরু হয়
নোকিয়া C12 প্রো ফোনে 6.3 ইঞ্চি HD Plus ডিসপ্লে এবং 8 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে
HMD Global মঙ্গলবার 21 মার্চ ভারতে তাদের নতুন ফোন Nokia C12 Pro লঞ্চ করেছে। Nokia C12 Pro একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসেবে লঞ্চ করা হয়েছে। বলে দি যে কোম্পানি সম্প্রতি ভারতের বাজারে Nokia C12 লঞ্চ করেছে। মাত্র 5,999 টাকার দামে লঞ্চ হয়েছে এই ফোন। তবে Nokia C12 Pro ফোনের দাম 7 হাজার টাকারও কমে শুরু হয়। ফোনে Octa Core Unisoc চিপসেট এবং 64 GB পর্যন্ত স্টোরেজের সাপোর্ট রয়েছে। নোকিয়া C12 প্রো ফোনে 6.3 ইঞ্চি HD Plus ডিসপ্লে এবং 8 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে…
Nokia C12 Pro এর দাম
নকিয়ার নতুন ফোন দুটি RAM অপশন এবং তিনটি কালার অপশন লাইট মিন্ট, চারকোল এবং ডার্ক সিয়ানে আনা হয়েছে। ফোনের 2 জিবি RAM এর সঙ্গে 64 জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে 6,999 টাকা এবং 3 জিবি RAM এর সঙ্গে 64 জিবি স্টোরেজের দাম 7,499 টাকা রাখা হয়েছে।
Nokia C12 Pro এর স্পেসিফিকেশন
ফোনটিতে একটি 6.3-ইঞ্চি HD Plus IPS LCD ডিসপ্লে রয়েছে, যা 60 Hz রিফ্রেশ রেট সহ আসে। ফোনে ডুয়াল সিম সাপোর্ট দেওয়া হয়েছে। Nokia C12 Pro 4G কানেক্টিভিটির সাথে আসে। এতে অক্টা কোর ইউনিসক চিপসেট রয়েছে। ফোনে দুটি স্টোরেজ বিকল্প রয়েছে, 2 জিবি RAM সঙ্গে 64 জিবি স্টোরেজ এবং 3 জিবি RAM এর সঙ্গে 64 জিবি স্টোরেজ। ফোনের RAM ভার্চুয়ালি বাড়ানো যাবে।
ফোনের ক্যামেরা সেটআপের কথা বললে, এর সাথে একটি সিঙ্গেল 8-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পাওয়া যায়। এর সাথে LED ফ্ল্যাশও সাপোর্ট থাকছে। সেলফি তোলার জন্য ফোনে রয়েছে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। Nokia C12 ফোনে 4000mAh ব্যাটারি সাপোর্ট থাকছে যা 10W চার্জিং সহ আসে।
ফোনে Android 12 (Go Edition) পাওয়া যাচ্ছে। কোম্পানি ফোনের সঙ্গে দুই বছরের সিকিউরিটি আপডেটও দিতে চলেছে। এছাড়াও, Nokia C12 Pro এর জন্য 12 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.