NOKIA C1 মাত্র 4,200 টাকায় লঞ্চ হয়েছে

Updated on 17-Dec-2019
HIGHLIGHTS

ফোনটির দাম 4,200 টাকা

অ্যান্ড্রয়েড গো এডিশানে ফোনটি এসেছে

HMD গ্লোবাল তাদের নোকিয়া ব্র্যান্ডে C সিরিজ আরও একবার নিয়েছে আর Nokia C1 য়ের অ্যান্ড্রয়েড 9 গো এডিশান স্মার্টফোনটি এসেছে। আর এই স্মার্টফোনটি প্রায় এক সপ্তাহ আগে ইজিপিটে Nokia 2.3 নামে লঞ্চ করা হয়েছিল। আর এই ডিভাইসের স্পেক্স Nokia 1 Plus য়ের থেকে খুব একটা আলাদা নয়। এই ফোনটি কেনিয়া, নাইজেরিয়া আর অন্য কিছু দেশে লঞ্চ করা হয়েছে। আর কোম্পানি অফিসিয়ালি Nokia C1 ফোনের দাম জানা জায়নি। তবে এই ডিভাইসটির দাম KES 6,000 (প্রায় 4,200 টাকা) তে লিস্ট করা হয়েছে।

Nokia C1 ফোনে আছে 5.45 ইঞ্চির ডিসপ্লে আর এর রেজিলিউশান 960×480 পিক্সাল। ফোনে আছে IPS প্যানেল। আর এর সঙ্গে এই ফোনে স্ক্র্যাচ ইত্যাদি থেকে বাচানোর জন্যহ ফোনের ফ্রন্টে শক্তিশালী গ্লাস দেওয়া হয়েছে। আর এই ফোনে আছে কোয়াড কোর CPU আর ফোনে আছে মিডিয়াটেকের SoC। আর এই ফোনে আপনারা 1GB র‍্যাম পাবেন আর সঙ্গে পাবেন 16GB র স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 64GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

Nokia C1 ফোনটিতে আপনারা 5MP র ব্যাক ক্যামেরা পাবেন আর সঙ্গে আছে একটি LED ফ্ল্যাশ। আর এই ফোনে আপনারা ফ্রন্টেও একটি 5MP র ক্যামেরা পাবেন। আর সঙ্গে আছে ডুয়াল 3G কানেক্টিভিটি। আর এই ফোনে আপনারা 25000mAh য়ের ব্যাটারি পাবেন।

Connect On :