Lumia ক্যামেরা UI এর সঙ্গে Nokia অ্যান্ড্রয়েড ফোন আসতে পারে

Updated on 31-Jul-2017
HIGHLIGHTS

Carl Zeiss এর সঙ্গে পার্টনার্শিপ ঘোষিত হয়েছে

খুব তাড়াতাড়ি নোকিয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন Lumia ক্যামেরা UI এর সঙ্গে লঞ্চ হতে পারে। HMD Global আগেই Nokia 3, Nokia 5, and Nokia 6 স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। সম্প্রতি কোম্পানি Carl Zeiss এর সঙ্গে তাদের পার্টনার্শিপের ঘোষণা করেছে। যাতে ভবিষ্যতের নোকিয়া ফোনের ক্যামেরা কোয়ালিটি আর ইমেজ ভাল হয়। এখন রিপোর্ট অনুসারে বলা হচ্ছে যে প্রায় 500টি মাইক্রোসফটের ডিজাইন HMD Global পেটেন্ড করে দিয়েছে। আর অন্য একটি খবর অনুসারে কোম্পানির পরবর্তী ফোনে লুমিয়া ফোনের ইউআই ব্যবহার করার অনুমতি দেওয়া হতে পারে। তবে এখন মাইক্রোসফট PureView, ClearBlack আর PureMotion টেকনলজির জন্য পেটেন্ড দিয়েছে।

আরও ভাল ডিলস এখানে দেখুন

তবে এটি এইচএমডি গ্লবালের কোন অন্য পরিকল্পনাও হতে পারে। এমন একটি ক্যামেরা হয়ত বানানো হবে যার সঙ্গে লুমিয়ার অনেক মিল থাকবে। আর কোম্পানি একে লুমিয়া ক্যামেরা বলতে পারেনা কারন ব্র্যন্ডটি এখন মাইক্রোসফটের অধীনে আছে। EUIPO অনুসারে মাইক্রোস্ফটের কাছে এখনও 200গুলি ডিজাইনের পেটেন্ড আছে।

ভারতে HMD Global Nokia 3310 ফোনটির সঙ্গে Nokia 3, Nokia 5 and Nokia 6 স্মার্টফোন গুলি লঞ্চ করে দিয়েছে। Nokia 3 এর দাম 9,499 টাকা, Nokia 5 আর দাম 12,899 টাকা আর Nokia 6  এর দাম 14,999 টাকা রাখা হয়েছে।

সোর্সঃ 

Connect On :