Nokia 9 6GB ভেরিয়েন্টটি গ্রিকবেঞ্চ ওয়েবসাইটে দেখা গেছে
লিসটটিং অনুসারে এই স্মার্টফোনটি অনেক গুলি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে
HMD গ্লোবাল গ্রুপের স্মার্টফোন Nokia 9 এর বিষয়ে এর আগেও বহু ধরনের লিক সামনে এসেছে। গত মাসে এই স্মার্টফোনটিকে বেঞ্চমার্কিং ওয়েবসাইট গ্রিক বেঞ্চে দেখা গেছিল। লিস্টিং অনুসারে এই স্মার্টফোনটি অনেক গুলি ভেরিয়েন্টে লঞ্চ হবে
লিস্টিং অনুসারে এই স্মার্টফোনটিতে 6GB র্যাম থাকার সম্ভাবনা আছে। নোকিয়া সম্প্রতি ভারতে তাদে ফিচার ফোন Nokia 3310 নতুন ভাবে নিয়ে এসেছে। খবর পাওয়া গেছে যে Nokia 9 8GB আর 4GB র্যামের ভেরিয়েন্টের সঙ্গে লঞ্চ করা হবে।
এখনও অব্দি পাওয়া খবর অনুসারে Nokia 9 এর 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকবে। এই ফোনটিতে কোম্পানির 'Nokia OZO Audio' থাকবে। এই ডিভাইসের র্যাম 8GB থাকবে। প্রথম লিক অনুসারে এই ডিভাইসে 4GB আর 8GB র্যামের বিকল্প থাকবে।
ইন্টারনাল স্টোরেজের কথা বললে দেখা যাবে যে এই ফোনটিতে 64GB’র স্টোরেজ আছে। লিক রেন্ডার অনুসারে এই ডিভাইসে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ডিভাইসে কুইক চার্জিং 3.0 সাপোর্ট থাকবে।
এই ডিভাইসে 13 মেগাপিক্সালের ডুয়াল রেয়ার ক্যামেরা আর 12 মেগাপিক্সাল হবে। এছাড়া এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। এই ডিভাইসটি IP68 সার্টিফিকেট প্রাপ্ত।