Nokia 9 এর স্পেসিফিকেশন আবার সামনে এল, এটি আইরিশ স্ক্যানার আর OLED ডিসপ্লে যুক্ত হবে

Updated on 04-Apr-2017
HIGHLIGHTS

এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার যুক্ত হবে

MWC 2017 তে HMD গ্লোবাল নোকিয়া ব্র্যান্ডের চারটি ফোন সামনে এনেছিল. এর মধ্যে Nokia 3310 এর নতুন ভাবে ফিরে আসাও ছিল. তবে তখন আশা করা হয়েছিল যে কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস Nokia 9 কেও এই সময় সামনে আনবে. এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি স্ন্যাপড্র্যাগন 835 চিপসেট যুক্ত হতে পারে. বিশাল ডিস্কাউন্টের সঙ্গে এই প্রোডাক্ট গুলি হতে পারে আপনার

এবার 'nokiapoweruser' ওয়াবসাইটের একটি নতুন রিপোর্ট সামনে এসছে, যার ফলে এই স্মার্টফোনের অনেক স্পেসিফিকেশন সামনে এসেছে.

আরো দেখুন: Airtel নিয়ে এল নতুন প্ল্যান, দিচ্ছে 100GB ডাটা

এই রিপোর্ট অনুসারে, Nokia 9 প্রথম নোকিয়া ডিভাইস হবে যাতে 'Nokia OZO Audio' থাকবে. এতে 5.5 ইঞ্চির QHD OLED ডিসপ্লেও থাকবে. এটি স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসর আর অ্যাড্রিনো 540 GPU যুক্ত হবে. এটি 6GB র্যাম আর 64GB/128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত হবে. এই স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 7.1.1 অপারেটিং সিস্টেম থাকবে. এতে 3800mAh এর ব্যাটারিও থাকবে. এটি কোয়াল্কম কুইক-চার্জ 4 সাপোর্ট করবে.

এই ফোনের ক্যামেরার দিকে তাকালে দেখা যাবে যে এতে 22 মেগাপিক্সাল এর Carl-Zeiss রেয়ার ক্যামেরা আর 12 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকবে. এই স্মার্টফোনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও থাকবে. এই ফোনটি IP68 সার্টিফিকেসন এর সঙ্গে আসবে যা একে ওয়াটার আর ডাস্ট রেজিসটেন্স যুক্ত বানাবে. বিশাল ডিস্কাউন্টের সঙ্গে এই প্রোডাক্ট গুলি হতে পারে আপনার

সোর্স:

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :