Nokia 9 Pure View ফোনটির ব্লুটুথ সার্টিফিকেশান সহ আরও অনেক কিছু জানা গেছে

Updated on 20-Dec-2018
HIGHLIGHTS

HMD গ্লোবাল তাদের পরবর্তী স্মার্টফোন Nokia 9 View কে ব্লুটুথ SIG র সার্টিফিকেশান পেয়েছে আর এবার আসা করা হচ্ছে যে এই ডিভাইসটি সামনের বছরের প্রথমে লঞ্চ করা হবে

বৈশিষ্ট্য

  • Nokia 9 View তিনটি ভেরিয়েন্ট SIG সার্টিফিকেশান পেয়েছে
  • এদের মডেল নম্বর TA-1087, TA-1082 আর TA-1094 আছে
  • CES 2019 আর MWC র মাঝে এই ফোনটি লঞ্চ হতে পারে

সম্প্রতি HMD গ্লোবাল তাদের Nokia 9 Pure View ফোনটি লঞ্চ করার বিষয়ে বলেছে আর এখন এই ফোনটির লঞ্চ ডেট আরও পিছিতে দেওয়া হয়েছে। Nokia 9 Pure View ফোনটির মডেক নম্বর গুলি SIG বডির সার্টিফিকেশান পেয়েছে। এই মডেল নম্বর গুলি হল- TA-1087, TA-1082 আর TA-1094।

কয়েক মাস আগে Nokia 9 Pure View স্মার্টফোনটির ছবি লিক হয়েছে যেখানে ডিভাইসের পেন্টা লেন্স ক্যামেরা সেটআপ দেখা গেছিল। TA-1094 মডেল নম্বরের লেভগেলও ডিভাইসের রেয়ার প্যানেলে দেখা গেছে।

TA-1094, TA-1087 আর TA-1082 ফোনটি ব্লুটুথ SIG সার্টিফিকেশান থেকে জানা গেছিল আর এই ডিভাইসটি 5G সাপোর্ট করবে। আর এর সঙ্গে ডিভাইসটি ব্লুটুথ 5.0 আর 4G LTE নেটওয়ার্ক সাপোর্ট পাবে। ব্লুটুথ SIG সার্টিফিকেশানে Nokia 9 Pure View য়ের স্পেক্সের বিষয়ে কিছু জানা যায়নি। আর Nokia TA-1087 কিছু সময় আগে EEC র মাধ্যমে অ্যাপ্রুভ হয়েছে।

গুজব অনুসারে Nokia 9 PureView ফোনটি CES 2019(জানুয়ারির প্রথমে) আর MWC(ফেব্রুয়ারির শেষে) র মধ্যে লঞ্চ করা হতে পারে। আর সাধারনত ডিভাইস ব্লুটুথ SIG সার্টিফিকেশান পেলে এক দু মাসের মধ্যে তা লঞ্চ হয়ে যায়। আর এই জন্য হতে পারে যে এই ডিভাইসটি জানুয়ারির শেষে লঞ্চ হয়ে যাবে।

HMD গ্লোবাল স্ন্যাপড্র্যাগন 845 যুক্ত স্মার্টফোন লঞ্চ করেনি আর Nokia 9 Pure View 4G LTE সাপোর্ট করবে আর এই স্মার্টফোনটিতে স্যাপড্র্যাগন 845 থাকার সম্ভাবনা আছে। Nokia 9 Pure View ফোনটির রেয়ার প্যানেলে কোন ফিঙ্গারপ্রিন্ট সেসার দেখা যায়নি আর এই ডিভাইসে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকার সম্ভাবনা আছে। আর এই ডিভাইসটি নচ যুক্ত OLED স্ক্রিনের সঙ্গে আসবে আর এটি কোয়াড HD+ রেজিলিউশান অফার করবে। আর এছাড়া এই ফোনে 8GB র‍্যামের সঙ্গে আসবে।

গুজব অনুসারে Nokia 9 PureView ফোনটিতে 4,150mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনে ওয়ারলেস চার্জিং থাকার সম্ভাবনা আছে। আর এই ডিভাইসে 128GB স্টোরেজ থাকার সম্ভাবনা আছে আর এই ফোনটি 3.5mm অডিও জ্যাকের সঙ্গে আসতে পারে।

Connect On :