Nokia 9 ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে পারে
কোম্পানি Nokia 9 স্মার্টফোনটিকে বড় ডিসপ্লের সঙ্গে নিয়ে আসতে পারে
Nokia 9 স্মার্টফোনটিতে ইন-ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সুবিধা থাকতে পারে। সূত্রানুসারে কোম্পানি তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ইন-ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেবে। রিপোর্টে বলা হয়েছে যে এই সোর্সের মাধ্যমেই পেন্টা-লেন্স ক্যামেরা বিষয়েও খবর লিক হয়েছিল। আজকে ফ্লিপকার্ট স্মার্টফোন, পাওয়ারব্যাঙ্ক, হেডফোন, মনিটার সহ বেশ কিছু জিনিসের ওপর ডিস্কাউন্ট দিচ্ছে
এই সময় ভিভো একমাত্র ম্যানুফ্যাকচারের যারা এই ইন-ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যুক্ত ডিভাইস অফার করে। আর এখনও অব্দি এটা জানা যায়নি যে অন্যান্য বড় কোম্পানি গুলি এই প্রযুক্তি কবে নিয়ে আসবে। বিখ্যাত বিশ্লেষক মিং-চি কু অনুসারে, স্যামসং তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ডিভাইসে এই প্রযুক্তি নাও দিতে পারে, কারন এখনও এই ফিচারটি প্রাথমিক অবস্থানেই আছে।
Nokia 9 য়ের রিপোর্টে বলা হয়েছে যে এই ফ্ল্যাগশিপ ডিভাইসটিতে কোপম্পানি বড় ডিসপ্লের সঙ্গে নিয়ে আসার পরিকল্পনা করেছে। যা থেকে অনুমান করা যায় যে এই ফোনটি নচ ডিসপ্লের সঙ্গে আস্তে পারে। এটি মনে করিয়ে দিজে অ্যান্ড্রয়েড P ডেভলাপার প্রিভিউও নচ ডিসপ্লে সাপোর্ট যুক্ত।