Nokia 9 ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 835 থাকবে, ডুয়াল রেয়ার ক্যামেরা আর ওরিও যুক্ত হবে এই ফোনটি

Updated on 21-Dec-2017
HIGHLIGHTS

FCC লিস্টিং থেকে জানা গেছে যে Nokia 9 ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ হবে, Nokia 9 ফোনটিতে 5.5 ইঞ্চির OLED ডিসপ্লে থাকবে আর তা LG’র বানাবে ও এই ডিভাইসের ব্যাটারি 3,250 mAh এর হবে

HMD Global খুব তাড়াতাড়িই Nokia 9 স্মার্টফোনটি লঞ্চ করতে পারে, FCC ডকুমেন্টে এই ডিভাইসটির স্পেসিফিকেশানের বিষয়ে জানা গেছে।

Nokia 9 স্মার্টফোনটিতে 5.5 ইঞ্চির QHD OLED ডিসপ্লে থাকবে যা LG বানাবে। Nokia 9 ফোনটিতে লেটেস্ট স্ন্যাপড্র্যাগন 845 SoC’র বদলে স্ন্যাপড্র্যাগন 835 চিপসেট থাকবে।

FCC লিস্টিং থেকে এও জানা গেছে যে Nokia 9 ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। Nokia 9 ফোনটির ব্যাকে 12MP + 13MP’র ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে আর এর ফ্রন্টে 5MP’র সেলফি ক্যামেরাক থাকবে। Nokia 9 ফোনটিতে কেটী টেলিফটো আর একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যুক্ত হবে।

Nokia 9 ফোনটিতে 128GB স্টোরেজ থাকবে যা মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে। এই ডিভাইসটিতে 3,250 mAh এর ব্যাটারি আছে আর এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ওরিওতে কাজ করবে।

Nokia 9 এর লঞ্চ ডেটের বিষয়ে এখনও কিছু জানা যায়নি, কিন্তু FCC’র লিস্টিং থেকে এটা অনুমান করা যায় যে এই ফোনটি তাড়াতাড়ি লঞ্চ হতে পারে। কিছু কিছু রিপোর্ট অনুসারে এই ফোনটি CES 2018 বা MWC 2018 ‘র সময় লঞ্চ হতে পারে। তবে একটি সাম্প্রতিক রিপোর্টে এটা জানা গেছে যে HMD গ্লোবাল তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nokia 9কে 19 জানুয়ারি লঞ্চ করতে পারে।

Connect On :