Nokia 9 ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে

Updated on 12-Jul-2017
HIGHLIGHTS

Nokia 9 এ কার্ভড ডিজাইনও থাকবে

HMD গ্লোবালের ফ্ল্যাগশিপ ডিভাইস Nokia 9 এর বিষয়ে এখনও অব্দি অনেক ধরনের লিক সামনে এসেছে। এবার এই ফোনটির বিষয়ে একটি নতুন লিক সামনে এসেছে। এই ফোনটির একটি নতুন ছবি থেকে জানা গেছে যে এই ফোনে ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে।

এই লিক ইমেজটি চিনের নিউজ ফার্ম আইডি হোম সামনে নিয়ে এসেছে। এই ছবিটি থেকে এই ফোনের ডিজাইন পরিষ্কার ভাবে দেখা সম্ভব।

এখনও অব্দি পাওয়া খবর অনুসারে Nokia 9 এ 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকবে। এটি কোম্পানির প্রথম ডিভাইস হবে যাতে 'Nokia OZO Audio' সাপোর্ট করবে। এই ডিভাইসে 8GB র‍্যাম থাকবে। প্রথম লিক অনুসারে এই ডিভাইসে দুটি র‍্যাম অপশন থাকার কথা 4GB আর 8GB।

এই ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ 64GB’র হবে। লিক রেন্ডার অনুসারে মনে করা হচ্ছে যে এই ডিভাইসটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ডিভাইসটি কুইক চার্জিং 3.0 ও সাপোর্ট করবে।

এই ডিভাইসটিতে 13 মেগাপিক্সালের ডুয়াল রেয়ার ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা 12 মেগাপিক্সালের হবে। এছাড়া এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। এই ডিভাইসে IP68 সার্টিফিকেশন যুক্ত হবে। এই স্মার্টফোনটিকে বছরের তৃতীয় ভাগে লঞ্চ করা হতে পারে।

আরও ভাল ডিলস এখানে দেখুন  

সোর্সঃ 

Connect On :