Nokia 9 এর ছবি লিক হল, ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে

Nokia 9 এর ছবি লিক হল, ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে
HIGHLIGHTS

Nokia 9 এ 5.3 ইঞ্চি ফুল HD ডিসপ্লে থাকবে

মোবাইল তৈরির কোম্পানি Nokia র বহুপ্রতীক্ষিত স্মার্টফোন Nokia 9 এর প্রেস রেন্ডার লিক হয়েছে। কোম্পানির স্মার্টফোন Nokia 3, Nokia 5 আর Nokia 6 বিশ্বের কিছু মার্কেটে লঞ্চ হয়ে গেছে।

মনে করা হচ্ছে যে আগামী মাসের শেষ অব্দি প্রায় সমস্ত বাজারেই এই ফোনটি পাওয়া যাবে। Nokia 9 এ 5.3 ইঞ্চি ফুল HD ডিসপ্লে থাকবে। এটি কোম্পানির প্রথম ডিভাইস হবে যা 'Nokia OZO Audio' সাপোর্ট করবে। এই ডিভাইসে 4GB/6GB র‍্যাম থাকবে।

আরো দেখুনঃ Samsung Galaxy A5 2017 পাচ্ছে মে মাসের সিকিউরিটি আপডেট

এই ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ 64GB হবে। লিক রেন্ডার থেকে পাওয়া খবর অনুসারে মনে করা যে এতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। এই ডিভাইসটি কুইক চার্জিং 3.0 সাপোর্ট করবে।

এই ডিভাইসের 13 মেগাপিক্সাল ডুয়াল রেয়ার ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা 12 মেগাপিক্সাল। এছাড়া এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। এই স্মার্টফোনটিকে এই বছরের তৃতীয় ভাগে লঞ্চ করা হতে পারে। এই ডিভাইসের দাম $700 অর্থাৎ প্রায় Rs 49,000 হবে বলে মনে করা হচ্ছে। 

আরো দেখুনঃ Nubia Z17 IP67, ডাস্ট প্রুফ আর ওয়াটার প্রুফ হবে

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo