সামনের মাসেই লঞ্চ হতে পারে Nokia 9, এর ফিচার্স গুলি এরকম হতে পারে

সামনের মাসেই লঞ্চ হতে পারে Nokia 9, এর ফিচার্স গুলি এরকম হতে পারে
HIGHLIGHTS

এই ডিভাইসের 6GB/64GB ভেরিয়েন্টের দাম CNY 3,699 ($560) আর 6GB/128GB ভেরিয়েন্টের দাম CNY 4,199 ($635) হবে

Nokia 9 ফোনটির বিষয়ে বেশ কিছু লিক সামনে এসেছে আর এবার খুব তাড়াতাড়ি এই ডিভাইসটি লঞ্চ হতে চলেছে। চিনের নতুন রিপোর্ট অনুসারে এই ডিভাইসটি সামনের মাসে অফিসিয়ালি লঞ্চ হবে।

HMD গ্লোবাল 19 জানুয়ারিতে চিনে একটি প্রোডাক্ট লঞ্চের ইভেন্টের আয়োজন করেছে আর এই ইভেন্টে Nokia 9 প্রধান প্রোডাক্ট হতে পারে। এছাড়া পরের জেনারেশানের Nokia 8 ফোনটিও এই ইভেন্টে লঞ্চ করা হতে পারে। এই দুটি ডিভাইস চিনের বাজারের জন্য কাস্টমাইজড করা হবে, যা রোমে বিশেষ ভাবে যুক্ত করে যেখানে গুগল সার্ভিসকে লোকাল বিকল্পর সঙ্গে যুক্ত করা হবে।

Nokia 9 ফোনটির দামের বিষয়েও জানা গেছে। এই ডিভাইসটির 6GB/64GB ভেরিয়েন্টের দাম CNY 3,699 ($560) আর 6GB/128GB ভেরিয়েন্টের দাম CNY 4,199 ($635) হবে।

Nokia 9 এর রিউমার্ড স্পেশিফিকেশান অনুসারে এই ডিভাইসে 5.5-ইঞ্চির QHD ডিসপ্লে যুক্ত হবে। দুটি ফোন 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে, স্ন্যাপড্র্যাগন 835 SoC, ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আর ওয়াটার আর ডাস্ট প্রোটেকশানের জন্য IP67 সার্টিফিকেশান যুক্ত হবে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo