Nokia দুটো নতুন ফিচার ফোন লঞ্চ করল ভারতে, জানেন কী কী ফিচার আছে?

Updated on 05-Aug-2022
HIGHLIGHTS

ভারতে লঞ্চ করল নোকিয়ার দুটো ফিচার ফোন

Nokia 8210 4G এবং Nokia 110(2022) ফোন দুটি আনা হয়েছে নোকিয়ার তরফে

Nokia 8210 4G এর দাম 3999 টাকা এবং Nokia 110(2022) এর দাম 1699 টাকা

Nokia ভারতে দুটো নতুন ফিচার ফোন নিয়ে এল। Nokia 8210 4G এবং Nokia 110 (2022) কদিন আগেই দেশে লঞ্চ করেছে। ভারতে নোকিয়ার ফোনের আলাদা রকমের জনপ্রিয়তা এবং বাজার ছিল। ফিচার (Feature phone) থেকে স্মার্টফোন (Smartphone) সবেতেই রাজ করেছে এই সংস্থা। নোকিয়ার হাত ধরেই ভারতে এসেছিল উইন্ডোজ ফোন (Windows Phone)। কিন্তু এখন অনেক ব্র্যান্ডের ভিড়ে এই সংস্থার ব্যবসায় যেন খানিক ঘাটতি দেখা দিয়েছে। তবুও এ কথা নিঃসন্দেহে বলা যায় এখনও ভারতে নোকিয়ার ফিচার ফোনের চাহিদা তুঙ্গে। দেখে নেওয়া যাক সদ্য প্রকাশিত দুটো ফিচারের ফোনের দাম এবং বৈশিষ্ট্য।

Nokia 8210 4G ফোনটির দাম কত?

Nokia 8210 4G ফোনটির দাম হচ্ছে মাত্র 3999 টাকা। ফোনটির রং হচ্ছে গাঢ় নীল সঙ্গে লাল রঙের শেড রয়েছে। Amazon এবং Nokia এর ওয়েবসাইট থেকে এই ফোনটি কিনতে পারবেন গ্রাহকরা। এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি রয়েছে।

Nokia 110(2022) ফোনটির দাম কত?

এই ফোনটি দুটো রঙে পাওয়া যাবে। দুটি ভ্যারিয়েন্টের দুটো রকম দাম। Cyan রঙের মডেলটির দাম 1699 টাকা, আর rose gold ভ্যারিয়েন্ট এর দাম 1799 টাকা। একটি ইনবিল্ট রিয়ার ক্যামেরা রয়েছে ফোনটিতে। এছাড়া রয়েছে ওয়্যারলেস এফএম, অটো কল রেকর্ডিং ফিচার, এবং দারুন স্টোরেজ। সঙ্গে রয়েছে একটি 1000mAh ব্যাটারি। রয়েছে 32GB অবধি স্টোরেজ এবং মিউজিক প্লেয়ার। 8000 গান স্টোর করে রাখতে পারবেন ব্যবহারকারী। টর্চ, জনপ্রিয় স্নেক গেম রয়েছে এই ফোনটিতে। নোকিয়ার অফিসিয়াল সাইট থেকে এই ফোনটি গ্রাহক কিনতে পারবেন।

কী কী ফিচার রয়েছে  Nokia 8210 4G ফোনে?

এই ফোনটিতে একটি Unisoc T107 SoC রয়েছে। সঙ্গে আছে 48MB RAM এবং 128MB স্টোরেজ। ডুয়াল সিম এর ব্যবস্থা আছে, এছাড়া মাইক্রো এসডি কার্ড লাগানোর ব্যবস্থা আছে। একটি রিমুভেবল ব্যাটারি আছে এই ফোনটি। 0.3 মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরাও থাকছে। সঙ্গে এমপি3 প্লেয়ার, 1450mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির তরফে দাবি করা হচ্ছে একবার চার্জ দিলে এই ফোনটি 27 দিন পর্যন্ত চলতে পারে। 2.8 ইঞ্চির QVGA ডিসপ্লে রয়েছে ফোনে সঙ্গে 3.5MM এর একটি হেডফোন জ্যাক। এই ফোনটির ওজন 107গ্রাম। স্নেক, Tetris, ইত্যাদি গেম আছে এই ফোনে।

Connect On :