ভারতে Nokia তাদের Banana Phone লঞ্চ করেছে। আর এই ফিচার ফোনটি সবার আগে MWC তে দেখা গেছিল। আর এছাড়া এটি ভারতেও এসেছিল। Nokia 8110 4G ফিচারফোনটি Nokia 3.1 Plus য়ের সঙ্গে ভারতে লঞ্চ করা হয়েছিল। Nokia 3.1 Plus ফোনটি একটি বাজেট স্মার্টফোন।
Nokia 8110 4G ফোনটি 4G সাপোর্ট করে আর এছাড়া এতে গুগল অ্যাসিস্টেন্স, গুগল সার্চ, ফেসবুক, টুইটার আর অন্যান্য বেশ কিছু অ্যাপের সাপোর্ট আছে। আর এই ফোনটি JioPhone আর JioPHone 2 য়ের মতনই KaiOS য়ে কাজ করে।
এই ফিচার ফোনটিতে আপনারা একটি 1.1GHz য়ের ডুয়াল কোর কোয়াল্কম 205 মোবাইল প্রসেসারের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এছাড়া এতে 512MB র্যাম আর 4GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। আর এই ফোনে একটি 2MP র ক্যামেরা ব্যাক সাইডে দেওয়া হয়েছে। আর এই ফোনে 1500mAH য়ের ব্যাটারি আছে।
কোম্পানি বলেছে যে Banana Phone টি সম্পূর্ণ 25 ঘন্টার স্ট্যান্ড বাউ টাইম দেয় আর এছাড়া এতে আপনারা 9.32 ঘন্টার 4G VoLTE নেটওয়ার্কে টক টাইম দেয়। আর আমরা যদি JiiPhone য়ের সঙ্গে এর তুলনা করি তবে এই নোকিয়া ফোনটি এই ফোনের থেকে একটু পিছিয়ে আছে। জিওফোনে আপনারা একটি 2,000mAH য়ের ব্যাটারি পাবেন।
এই ফোনটি ব্ল্যাক আর বানানা ইয়েলো কালারে কেনা যাবে আর এই ফোনের সেল 24 অক্টোবর থেকে শুরু হবে। আর এছাড়া এই ফোনটি ভারতে শুধু অফলাইনে কেনা যাবে আর এর দাম 5,999 টাকা।