HMD গ্লোবালের নোকিয়া ফোন সম্প্রতি Nokia 8.1 য়ের হায়ার এন্ড ভার্সানটি লঞ্চ করেছে এটি 6GB র্যাম আর 128GB স্টোরেজের ফোন। আর এই ফোনটির দাম 29,999 টাকা। আর এই ফোনটির 4GB ভেরিয়েন্ট কোম্পানি ডিসেম্বর মাসে লঞ্চ করেছিল। আর এর সঙ্গে আজকে আমরা Honor Play ফোনের তুলনা করে দেখব যা কিরিন 970 প্রসেসার যুক্ত আর এই ফোনের দাম 23,999 টাকা।
এই ফোন দুটির তুলনা করার সময়ে প্রথমেই আমরা দুটি ফোনের ডিসপ্লে ডিটেল দেখে নি। Honro Play ফোনটিতে আপনারা 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন যার রেজিলিউশান 1080×2340 পিক্সাল। আর এর সঙ্গে আমরা যদি Nokia 8.1 ফোনটি দেখি তবে এতে 6.18 ইঞ্চির স্ক্রিন আছে আর এর রেজিলিউশান 2340×1080 পিক্সালের। যা হনারের ফোনের থেকে একটি ছোট সাইজের ডিসপ্লে।
আর এবার যদি পার্ফর্মেন্সের দিকটি দেখি তবে Nokia 8.1 য়ে আপনারা কোয়াল্ম 710 পাবেন আর সেখেনা Honor Play তে কিরিন 970 চিপসেট দেওয়া হয়েছে। দুটি ফোনই 6GB র্যাম আর 128GB স্টোরেজে পাওয়া যায়।
আর এবার যদি আমরা ক্যামেরার দিকটি দেখি তবে Nokia 8.1 ফোনে আপনারা ডূয়াল 12MP+13MP রেয়ার ক্যামেরা পাবেন। আর সেখানে হনার Play ফোনটিতে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরাতে 16MP+2MP র রেয়ার ক্যামেরা পাবেন। আর ফ্রন্ট ক্যামেরাতে Nokia 8.1 ফোনে আপনারা একটি 20MP র ক্যামেরা পাবেন আর সেখানে Honor Plya ফোনে আপনারা একটি 16MP র ইউনিট পাবেন।
Nokia 8.1 ফোনটি ভারতে 29,999 টাকায় পাওয়া যাচ্ছে আর Honor Plya ফোনটি অ্যামাজনে 23,999 টাকায় 6GB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে।