Nokia 8 ডুয়াল ক্যামেরা সেটাপের সঙ্গে আসতে পারে

Nokia 8 ডুয়াল ক্যামেরা সেটাপের সঙ্গে আসতে পারে
HIGHLIGHTS

Nokia 8 এ 5.3-ইঞ্চির কোয়াড HD ডিসপ্লে থাকবে, এই ডিসপ্লের রেজিলিউশন 1440x2560 পিক্সাল হবে

HMD গ্লোবাল তাড়াতাড়ি বাজারে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। অনুমান করা হছে যে 31 জুলাই কোম্পানি Nokia 8 নিয়ে আসতে পারে। এখনও অব্দি এই ফোনটির বিষয়ে অনেক ধরনের লিক সামনে এসেছে, তবে এই প্রথম এই ফোনটির ফাইনাল ডিজাইন সামনে এসেছে।

আরও ভাল ডিলস এখানে দেখুন  

এই প্রেসরেন্ডারটি Venture Beat শেয়ার করেছে, এই ছবিতে এই ফোনের ডিজাইন পরিষ্কার ভাবে দেখা গেছে। এই ফোনটিতে ইউনিবডি ডিজাইন থাকবে। এই ফোনটির সাইড খুব পাতলা হবে, এটি 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে যুক্ত হবে। এই ফোনটিতে একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরাও থাকবে।

এই ডিভাইসের রেয়ার অংশে ডুয়াল ক্যমেরা সেটআপ থাকবে, যা Zeiss ব্র্যান্ডিং যুক্ত হবে। অনুমান করা হচ্ছে যে 31 জুলাই এই ফোনটি আসবে আর এর দাম হবে €589 (প্রায় Rs 43,415)। 

এর আগের সামনে আসা কিছু লিক অনুসারে, Nokia 8 এ 5.3-ইঞ্চির QHD ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের রেজিলিউশন 1440×2560 পিক্সাল হবে। এই ফোনটিতে 4GB র‍্যাম আর 64GB’র ইনাত্রনাল স্টোরেজ থাকবে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার থাকবে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo