Nokia 8 ফোনটির দাম 8,000টাকা দাম কমে গেছে

Updated on 02-Feb-2018
HIGHLIGHTS

Nokia 8 ভারতে গত বছর 36,999 দামে লঞ্চ করা হয়েছিল

HMD গ্লোবাল তাদের Nokia 8 এর দাম গেছে এই ফোনটির দাম 8,000 টাকা কমে গেছে। এই ফোনটি গত বছর কোম্পানি ভারতে 36,999টাকায় লঞ্চ করেছিল। অ্যামাজনের সেরা 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত কিছু ফোন

এই ডিভাইসটিতে 5.3ইঞ্চির QHD স্ক্রিন আছে, যা গোরিলা গ্লাস 5 এর প্রোটেক্সানের সঙ্গে আসে।আর এই ফোনটিতে কোম্পানি 835 প্রসেসার দিয়েছে।

এই স্মার্টফোনটিতে 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যেতে পারে।

Nokia 8 ফোনটিতে 13MP’র ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে আর সেলফি নেওয়ার জন্য এই ফোনটিতে 13MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেইয়া হয়েছে। দুটি ক্যামেরাতেই ZEISS এর অপটিক্স আছে।

এই স্মার্টফোনের ব্যাটারি 3,090 mAh এর আর এটি কুইক চার্জ 3.0 সাপোর্ট করে আর এখন এই ফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটে চলে।

Connect On :