HMD Global দাবি করেছে যে Nokia 8 সেপ্টেম্বরে গ্লোবালি লঞ্চ হবে
Nokia 8 ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি লঞ্চ হয়ে গেছে। HMD Global দাবি করেছে যে Nokia 8 সেপ্টেম্বরে আন্তর্জাতিক ভাবে লঞ্চ হয়ে যাবে। এখন এই স্মার্টফোনটি জার্মানি, অস্ট্রেলিয়া আর রাশিয়ার মতন দেশে থার্ড পার্টির মাধ্যমে প্রি-অর্ডার করা যাচ্ছে। এর দাম যা ভাবা হয়েছিল তার থেকে কম। আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট
জার্মানিতে O2 বা Mobilcom Debitel এর মাধ্যমে Nokia 8 এর প্রি বুকিং করা যাবে। O2তে Nokia 8 এর দাম EUR 577 (প্রায় Rs. 43,500) । আর Mobilcom Debitelতে এই ফোনটির দাম EUR 579 (প্রায় Rs. 43,600)। আগে এর দাম EUR 599(প্রায় Rs. 45,100) বলা হয়েছিল কিন্তু এই স্মার্টফোনটির দাম এর থেকে কম। O2 প্রি-অর্ডারের সঙ্গে EUR 129.95 (প্রায় Rs. 9,800) দামের স্মার্টওয়াচ ফ্রি দিচ্ছে আর O2 দাবি করেছে যে 6 সেপ্টেম্বরের মধ্যে এই ফোনটির ডেলিভারি হয়ে যাবে। NokiaMob এর রিপোর্ট অনুসারে Nokia 8 স্মার্টফোনটি Telekom, Media Markt, Saturn আর Amazon Germany তে পাওয়া যাবে।
রাশিয়াতে Megafon, Nokia 8 স্মার্টফোনকে EUR 575( প্রায় Rs. 43,300) দামে বুক করা যাচ্ছে। এই স্মার্টফোনটি রাশিয়াতে চারটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। পোলিশ ব্লু, টেম্পার্ড ব্লু, সিলভার আর পোলিশ কপার। Nokia 8 স্মার্টফোনটি অস্ট্রেলিয়াতে AUD 899( প্রায় Rs. 45,700) দামে প্রি অর্ডার করা যাচ্ছে।
HMD Global বলেছে যে Nokia 8 ভারতে অক্টোবরের মধ্যে পাওয়া যাবে আর এর দাম লঞ্চ হওয়ার সময় জানা যাবে। আমরা এখানে আপনাদের এও জানাচ্ছি যে Nokia 8 একটি ভার্টিকাল রেয়ার ক্যামেরা সেটাপ যুক্ত ফোন। আর এতে 'bothies' ফিচার থাকবে। এটি দিয়ে আপনি এক সঙ্গে দুটি ক্যামেরা দিয়ে ভিডিও আর ফটো ক্যাপচার করতে পারবেন।