Nokia 8 কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন

Nokia 8 কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন
HIGHLIGHTS

Nokia 8 ফোনটিতে আইরিশ স্ক্যানার আর বেজেল লেস ডিসপ্লে থাকবে

বিগত কিছু সময় ধরে Nokia 9 এর বিষয়ে বিভিন্ন ধরনের লিক সামনে এসেছে। এখনও অব্দি মনে করা হচ্ছিল যে Nokia 9 কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ ডিভাইস হবে কিন্তু এবার খবর পাওয়া গেছে যে, Nokia 8 কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে।

পাওয়া খবর অনুসারে, Nokia 8 এ আইরিশ স্ক্যানার আর বেজেল লেস ডিসপ্লে থাকবে। এই নতুন লিকে Nokia 8 এর ছবিও লিক করা হয়েছে। এই ছবিতে এই ফোনটির ডিজাইনও দেখা যেতে পারে।

আসা করা হচ্ছে যে Nokia 8 যদি কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ ডিভাইস হয় তবে এতে অনেক অসাধারন ফিচার্স থাকবে। যা বাজারে উপস্থিত অন্যান্য ফ্ল্যাগশিপ ডিভাইসকে করা প্রতিযোগিতা দেবে।

আরও ভাল ডিলস এখানে দেখুন 
সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo