Nokia 8 কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন
By
Aparajita Maitra |
Updated on 07-Jul-2017
HIGHLIGHTS
Nokia 8 ফোনটিতে আইরিশ স্ক্যানার আর বেজেল লেস ডিসপ্লে থাকবে
বিগত কিছু সময় ধরে Nokia 9 এর বিষয়ে বিভিন্ন ধরনের লিক সামনে এসেছে। এখনও অব্দি মনে করা হচ্ছিল যে Nokia 9 কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ ডিভাইস হবে কিন্তু এবার খবর পাওয়া গেছে যে, Nokia 8 কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে।
পাওয়া খবর অনুসারে, Nokia 8 এ আইরিশ স্ক্যানার আর বেজেল লেস ডিসপ্লে থাকবে। এই নতুন লিকে Nokia 8 এর ছবিও লিক করা হয়েছে। এই ছবিতে এই ফোনটির ডিজাইনও দেখা যেতে পারে।
আসা করা হচ্ছে যে Nokia 8 যদি কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ ডিভাইস হয় তবে এতে অনেক অসাধারন ফিচার্স থাকবে। যা বাজারে উপস্থিত অন্যান্য ফ্ল্যাগশিপ ডিভাইসকে করা প্রতিযোগিতা দেবে।
আরও ভাল ডিলস এখানে দেখুন
সোর্সঃ