Nokia 8 ফোনটি এবার অ্যান্ড্রয়েড 8.1 ওরিওর বিটা ভার্সান পাচ্ছে

Updated on 24-Jan-2018
HIGHLIGHTS

অ্যান্ড্রয়েড 8.1 ওরিও বিটা ভার্সানটি শুধু Wi-Fi কানেকশানের মাধ্যমেই ডাউনলোড করা যাবে

অ্যান্ড্রয়েড 8.0’র পরে এবার Nokia 8 ওরিওর সংস্করন 8.1 এর ওপর নিজেদের দৃষ্টি দিয়েছে আর বিটা সংসকরন রিডিংও শুরু করেছে। এটি একটি 1.55GB  ‘র ডাউনলোড যা Wi-Fi এর মাধ্যমেই করা যাবে। আজকে Flipkart রিপাব্লিকডে সেলে এই টিভি গুলি ৭০% অব্দি ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে

HMD’র চিফ প্রোডাক্ট ম্যানেজার জুহো সরবিক্স টুইট করে বলেছেন যে আমরা Nokia 8 এর জন্য অ্যান্ড্রয়েড ওরিও 8.1 ভার্সান নিয়ে আসছি। এই আপডেটের মাধ্যমে ইউজার্সরা নতুন ফিচার্সের সুবিধা পাবে।

এই আপডেটটি বেশির ভাগ ব্যাটারি সংক্রান্ত পরিবর্তন দেখা যাবে। সেটিংস ছাড়া পাওয়ার মেনুও আবার ডিজাইন করা হয়েছে। এছাড়া অ্যান্ড্রয়েড সিকিউরিটি পেজ আপডেট হবে। আর এর সঙ্গে হ্যামবার্গের ইমজো আপডেট পাওয়া যাবে।

অ্যান্ড্রয়েড 8.1 ওরিও বিটা ভার্সানটি শুধু Wi-Fi কানেকশানের মাধ্যমে ডাউনলোড করা যেতে পারে। এটা দেখায়ল রাখতে হবে যে এটি অ্যান্ড্রয়েড ওরিওর বিটা ভার্সান, আর তাই এটি ডাউনলোড করার আগে আপনি আপনার সমস্ত তথ্যের ব্যাকআপ নিয়ে রাখুন। যাতে তথ্য ডিলিট না হয়ে যায়।

সোর্সঃ 

Connect On :