Nokia 8 কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড হয়েছে
By
Aparajita Maitra |
Updated on 21-Jul-2017
HIGHLIGHTS
এই ফোনটিকে কোম্পানির চিনের ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে, এই ফোনটির সামনের দিকও দেখা গেছে
HMD গ্লোবাল তাড়াতাড়ি তাদের নোকিয়া ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nokia 8 লঞ্চ করতে পারে। আসা করা হচ্ছে যে এই ফোনটি 31 নিয়ে আসা হতে পারে। এখনও অব্দি এই ফোনটির অফিসিয়াল প্রেস রেন্ডারও লিক হয়েছে। এবার এই ফোনটিকে কোম্পানির চিনের ওয়েবসাইটে দেখা গেছে।
এই লিস্টিং থেকে এই ফোনটির সামনের দিকের অংশ দেখা গেছে। তবে কিছুক্ষণ পরেই এই ফোনটিকে কোম্পানির ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়। এই ছবিটি আগের আসা প্রেস রেন্ডারের সঙ্গে অনেকতাই এক। প্রথমে আসা লিকে বলা হয়েছিল যে এই ফোনটির দাম €589 (প্রায় Rs 43,415) হতে পারে আর এটি 31 জুলাই নিয়ে আসা হতে পারে।
এর আগের আসা লিক অনুসারে Nokia 8 ফোনটিতে 5.3-ইঞ্চির QHD ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের রেজিলিউশন হবে 1440×2560 পিক্সাল। এই ফোনটিতে 4GB র্যাম আর 64GB’র ইন্টারনাল স্টোরেজ থাকবে।