এই ডিভাইসটি EUR 517. 42’র কালো রঙের ভেরিয়েন্টের সঙ্গে আসবে
HMD Global এর Nokia ব্র্যান্ডের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nokia 8, 16 আগস্ট লন্ডনে লঞ্চ হবে। এই স্মার্টফোনটি ভোডাফোন সেমিনারের ওয়েবসাইটে দেখা গেছে আর এখানে এই ডিভাইসটির দামের বিষয়েও জানা গেছে।
রিপোর্ট অনুসারে এই ডিভাইসটি EUR 517. 42 দামের হবে। মানে যার দাম হবে ভারতীয় মুদ্রায় Rs 39,00। মানে HMD Global তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S8, LG G6 বা HTC 11 এই ফোনগুলির থেকে কম দামে আনতে চায়। এর দাম দেখে মনে হচ্ছে এটি OnePlus 5 এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় আসবে। এটি ভারতে কবে আসবে তা এখনও জানা যায়নি।
এই ফোনটির কিছু লিকে ফোনটিতে Zeiss ব্র্যান্ডের রেয়ার প্যানেল দেখা গেছে। তবে ফোনটির রেন্ডারে এটা বলা হয়েছে যে এই স্মার্টফোনটি Carl Zeiss এর লেন্স যুক্ত হবে। রিপোর্ট অনুসারে এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে।
মনে করা হচ্ছে যে Nokia 8 স্মার্টফোনটি মডেল নম্বর TA-1004 তে 5.3 ইঞ্চির HD ডিসপ্লে থাকবে জের রেজিলিউশান হবে 1440×2560 পিক্সাল। আর এতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার থাকবে।
এই ফোনটিতে 4GB র্যাম আর 64GB’র ইনাত্রনাল স্টোরেজ থাকবে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে। এই ফোনটির রেয়ার ক্যামেরা 13mp’র আর ফ্রন্ট ক্যামেরা 8mp’র হবে। এই ডিভাইসে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকতে পারে।