Nokia 8 এর সিলভার কালার ভেরিয়েন্টটি লিক হল

Updated on 20-Jul-2017
HIGHLIGHTS

এই স্মার্টফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে, যা Zeiss ব্র্যান্ড যুক্ত হবে

HMD গ্লোবাল তাড়াতাড়ি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nokia 8 নিয়ে আসতে চলেছে। সম্প্রতি Nokia 8 এর প্রেস রেন্ডার সামনে এসেছিল, প্রেস রেন্ডারে ফোনটি ব্লু কালারে দেখা গেছিল। এবার Nokia 8 এর একটি নতুন রেন্ডার লিক হয়েছে, এর ডিজাইন ওল্ড রেন্ডারের মতনই কিন্তু এটি সিলভার কালারে দেখা গেছে।

আরও ভাল ডিলস এখানে দেখুন  

এই নতুন লিকটি টিপসটার Evan Blass (@evleaks) শেয়ার করেছে। এটি সিলভার কালার ভেরিয়েন্টে Nokia 8 এর রেয়ার অংশে ডুয়াল ক্যামেরা সেটআপটিই দেখা গেছে। এই স্মার্টফোনটি মেটাল বডি তে দেখা গেছে আর এর ক্যামেরাটি Carl Zeiss ব্র্যান্ডিং যুক্ত। যা ওল্ড লিকেও দেখা গেছিল।

এর আগের লিক অনুসারে Nokia 8 এ 5.3-ইঞ্চির QHD ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের রেজিলিউশন 1440×2560 পিক্সাল হবে। এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার যুক্ত হবে। এই ফোনটিতে 4GB র‍্যাম আর 64GB’র ইন্টারনাল স্টোরেজও থাকবে।

আসা করা হচ্ছে যে এটি 31 জুলাই আসবে আর এই ফোনটির দাম €589 (প্রায় Rs 43,415) হবে।  

Connect On :