HMD গ্লোবাল গত বছর লঞ্চ করা Nokia 7 ফোনটির পরের জেনারেশানের নতুন ডিভাইস হিসাবে Nokia 7.1 ফোনটি লঞ্চ করেছে, আর এই ফোনটি কোম্পানির প্রথম ফোন যা HDR 10 সাপোর্টের সঙ্গে লঞ্চ করা হয়েছে
Nokia তাদের গত বছরের লঞ্চ করা Nokia 7 ফোনটির নেক্সট জেনারেশানের ফোন Nokia 7.1 লঞ্চ করে দিয়েছে। আর এটি কোম্পানির প্রথম ফোন যা HDR 10 সাপোর্ট করে। আর এই ফোনটি স্ন্যাপড্র্যাগন 636 য়ের সঙ্গে অ্যান্ড্রয়েড ওয়ানের সঙ্গে লঞ্চ হওয়া একটি স্মার্টফোন আর এই ফোনটি ইউরোপে আগেই লঞ্চ করা হয়েছিল আর মনে করা হচ্ছে যে এবার এই ফোনটি 11 অক্টোবর ভারতে লঞ্চ করা হবে।
Nokia 7.1 ফোনটির স্পেসিফিকেশান আর ফিচার্স
আমরা যদি Nokia 7.1 মোবাইল ফোনটির বিশেয় কথা বলি তবে এর ডিজাইনের বিষয়টি প্রথমে দেখে নেওয়া যাক। এই ফোনের ডিজাইনে Nokia .1 Plus আর Nokia 5.1 Plus য়ের মতনই হবে। আর এই ফোনে আপবনারা এর সঙ্গে একটি অ্যালুমিনিয়াম ফ্রেম পাবনে যা 6000 সিরিজের তৈরি। আর এই ফোনটিতে একটি 3060mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটি 5.84 ইঞ্চির HD+IPS LCD ডিসপ্লে যুক্ত আর এই ফোনটি 19:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে লঞ্চ করা হয়েছে।
এই নোকিয়া ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এছাড়া এতে আপনারা আলাদা আলাদা রোম আর স্টোরেজ ভেরয়েন্ট পাবেন। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 Oreo দেওয়া হয়েছে। আর এছাড়া এই ফোনয়টি অ্যান্ড্রয়েড পাইতে আপগ্রেড হবে বলে মনে হ্য। আর এই ফোনটি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 400GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।
এই ফনের ক্যামেরা আমরা যদি দেখি তবে এই ফোনটিতে 12মেগাপিক্সালের একটি রেয়ার ক্যামেরা প্রাইমারি রেয়ার ক্যামেরা হিসাবে দেওয়া হয়েছে আর এর সঙ্গে এই ফোনে সেকেন্ডারি রেয়ার ক্যামেরা হিসাবে 5মেগাপিক্সালের ক্যামেরা আছে। আর এই ফোনটির ফ্রন্টে একটি 8মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে।
Nokia 7.1 ফোনটির ভারতের সম্ভাব্য দাম
আমরা যদি Nokia 7.1 ফোনটির ভারতে সম্ভাব্য দাম দেখি তবে এই ফোনটি US তে 3GB/32Gb অপশানটির দাম 349 ডলার আর এর মানে ভারতে পারায় 25,755 টাকা। আর এর সঙ্গে এই ফোনটির অন্য ভেরিয়েন্ট ইউরোপে 319 ইউরো আর টপ ভেরিয়েন্ট 349 ইউরোতে লঞ্চ করা হবে। আর আজ এই ফোনটি আপনারা প্রি অর্ডার করতে পারবেন। আর এই ফোনটি 28 অক্টোবর শিপিং করা হবে। তবে ভারতে এই ফোনটি 11 অক্টোবর লঞ্চ করা হলে এর ভারতের দাম জানা যাবে।