চিনে আগামী সপ্তাহে হোয়াট কালারে Nokia 7 ফোনটি পাওয়া যাবে

Updated on 08-Dec-2017
HIGHLIGHTS

এই ডিভাইসের 4GB/64GB ভেরিয়েন্টটি হোয়াইট কালারে পাওয়া যাবে, আপনি 6GB/64GB ভেরিয়েন্টটি ব্ল্যাক কালার অপশানে পাবেন

চিনে খুব তাড়াতাড়ি মেট হোয়াইট কালারে Nokia 7 ফোনটি কিনতে পাওয়া যাবে। এই ফোনটি এখন ইউরোপে লঞ্চ হয়েছে, তবে Nokia 7 গ্লাস ব্ল্যাক কালারে চিনে পাওয়া যায়। 

JD.com, Suning আর Lynx এর জন্য রিজার্ভেশান পাঠানো শুরু করেছে যার জন্য গ্রহাকদের CNY 100 জমা করতে হবে। এই ডিভাইসটির পরবর্তী সেল 12 ডিসেম্বর থেকে শুরু হবে আর এর দাম CNY 2,000 ($300/€255) হবে।

এই ডিভাইসের 4GB/64GB ভেরিয়েন্টটি হোয়াইট কালারে পাওয়া যাবে, আপনি 6GB/64GB ভেরিয়েন্টটি ব্ল্যাক কালার অপশানে পাবেন। এই ডিভাইসটি পশ্চিমে কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে এখনও কিছু বলা হয়নি।

Nokia 7 ফোনটিতে 5.2 ইঞ্চির IPS LCD ডিসপ্লে আছে যার রেজিলিউশান 1920 x 1080 পিক্সাল। এই ফোনটির টপে 2.5D কার্ভড গ্লাস আছে। এই ডিভাইসটিতে স্ন্যাপড্র্যাগন 630 চিপসেট, 4GB র‍্যাম 6GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে যে স্টোরেজ কে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়।

এই ফোনটিতে 16 MP’র রেয়ার ক্যামেরা আছে আর এর সেলফি ক্যামেরা 5 MP ‘র। 

সোর্সঃ

Connect On :