digit zero1 awards

Nokia 7 প্রথম ফ্ল্যাশ সেলের কয়েক মিনিটের মধ্যে আউট অফ স্টক হল

Nokia 7 প্রথম ফ্ল্যাশ সেলের কয়েক মিনিটের মধ্যে আউট অফ স্টক হল
HIGHLIGHTS

কোম্পানি 31 অক্টোবর ভারতে Nokia 7 লঞ্চ করতে পারে, এই ফত্নি দুটি ভেরিয়েন্ট 4GB আর 6GB র‍্যামে পাওয়া যাবে

গতকাল Nokia 7 চিনে প্রথমবার ফ্ল্যাশ সেল করা হয় আর তাতে এই ডিভাইসটি সঙ্গে সঙ্গে আউট অফ স্টক হয়ে যায়। এর থেকে বোঝা যায় যে চিনে এই ডিভাইসটির যথেষ্ট চাহিদা আছে, তবে আমরা এটা জানিনা যে সেলের সময় েতি মোট কত ইউনিট ছিল।

এই স্মার্টফোনটি সেলের আগে দের লাখের বেশি রেজিস্ট্রেশান পেয়েছিল। JD রিটেলারের বক্তব্য অনুসারে Nokia 7 এর শিপমেন্ট 31 অক্টোবর থেকে শুরু হবে।

Nokia 7 ফোনটিতে 5.2 ইঞ্চির IPS LCD ডিসপ্লে আচজে যা 1920 x 1080 পিক্সাল রেজিলিশান যুক্ত আর এর টপে 2.5D কার্ভড গ্লাস আছে। এই ডিভাইসটি স্ন্যাপড্র্যাগন 630 চিপসেট, 4GB র‍্যাম আর 6GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যাবে।

এখনও এটা সঠিক ভাবে জানা যায়নি যে এই হ্যান্ডসেটটি কত দিনের মধ্যে অন্যান্যা বাজারে পাওয়া যাবে। স্মপ্রি HMD ভারতে একটি ইভন্টের জন্য “সেভ দি ডেটা” র ইমেল পাঠানো শুরু করেছে, এমন হতেই পারে যে কোম্পানি ভারতে Nokia 7 লঞ্চ করবে।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo