Nokia 7 Plus অ্যান্ড্রয়েড বনের সঙ্গে লঞ্চ হতে পারে, এই সংক্রান্ত কিছু লিক সামনে এসেছে

Nokia 7 Plus অ্যান্ড্রয়েড বনের সঙ্গে লঞ্চ হতে পারে, এই সংক্রান্ত কিছু লিক সামনে এসেছে
HIGHLIGHTS

Nokia 7 Plus ফোনটিতে থিন-বেজেল ডিস্প্লেরফ সঙ্গে ডুয়াল Zeiss ক্যামেরা থাকতে পারে, আর এর সঙ্গে এতে অ্যান্ড্রয়েড বনের লোগোও ফোনটির রেয়ারে দেখা গেছে

HMD গ্লোবাল MWC 2018 সালের সময় তাদের এই বছরের লাইনআপ নিয়ে আসতে পারে। আর এবার এই ইভেন্টের কিছু দিন আগেই Nokia 7 Plus ফোনটির একটি রেন্ডার লিক হয়েছে। Evan Blass টুইট করে এই ফোনটির একটি রেন্ডার ইমেজ লিক করেছেন। 

আজকের কিছু সেরা ফ্লিপকার্ট ফোন

ছবিটি দেখে এটাই মনে হচ্ছে যে Nokia 7 Plus ফোনটি থিন বেজেল ডিসপ্লের সঙ্গে বাজারে আসবে। আর এর সঙ্গে এই ফোনটির রেয়ার অংশে অ্যান্ড্রয়েড বনের লোগোও থাকবে।

Nokia 7 Plus স্মার্টফোনটিতে ডুয়াল ভার্টিকাল Zeiss ক্যামেরাও থাকবে, যা LED ফ্ল্যাশের সঙ্গে আসবে। আর এই ফোনটিতে পাওয়ার বটন আর ভলিউম রকার ডান দিকের এডজে থাকবে, আর এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ফোনের রেয়ারে ক্যামেরার নীচে দেখা গেছে।

এর আগের কিছু রিপোর্ট অনুসারে Nokia 7 Plus ফোনটিতে 6-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে থাকতে পারে, এই ডিসপ্লের রেজিলিউশান 2160×1080 পিক্সাল হতে পারে। আর এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসারের সঙ্গে 4GB র‍্যামও থাকতে পারে। এর রেয়ারে 12MP+13MP’র সেন্সারও থাকতে পারে।

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo