Nokia 7 Plus ফোনটি MWC 2018তে অ্যান্ড্রয়েড ওরিওর সঙ্গে লঞ্চ হতে পারে

Nokia 7 Plus ফোনটি MWC 2018তে অ্যান্ড্রয়েড ওরিওর সঙ্গে লঞ্চ হতে পারে
HIGHLIGHTS

আশা করা হচ্ছে যে এই ফোনটিতে আপগ্রেটেড প্রসেসার স্ন্যাপড্র্যাগন 660 যুক্ত Nokia 7 এর আপগ্রেটেড ভার্সান হবে

HMD গ্লোবাল আগামী মোবাইল কংগ্রেস 2018তে নোকিয়া 7 স্মার্টফোনটির একটি প্লাস ভেরিয়েন্ট লঞ্চ করবে। এই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বার্সেলোনাতে অনুষ্ঠিত হবে। Nokia 7 Plus গ্রিক বেঞ্চে দেখা গেছে, আর যেখানে এই ফোনটির বেশ কিছু স্পেক্সের বিষয়ে জানা গেছে।

লিস্টিং অনুসারে, এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 এসওসি যুক্ত, যা Nokia 7এ থাকা স্ন্যাপড্র্যাগন 630 চিপসেটের আপগ্রেটেড ভার্সান।  20,000টাকা দামের কিছু সেরা স্মার্টফোন
 
গ্রিকবেঞ্চের সিঙ্গেল কোর আর মাল্টি কোর টেস্টে Nokia 7 Plus  এর স্কোর যথাক্রমে 1636 আর 5902। লিস্টিং থেকে এও জানা গেছে যে এই স্মার্টফোনটিতে 4GB র‍্যাম থাকবে আর এটি অ্যান্ড্রয়েড 8.0তে কাজ করবে। এর ক্যামেরা সেটআপ আর বিল্ড আর ডিজাইনের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

নোকিয়া তাদের 3310 ফিচার ফোনটির 4G ভেরিয়েন্টটি নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে, এই ফোনটি সম্প্রতি চিনে লঞ্চ করা হয়েছে। কোম্পানি ভারতে প্রথমে Nokia 8  আর Nokia 5 স্মার্টফোনের দাম কমেছে। Nokia 8   এর দাম হয়েছে 36,999টাকা থেক 28,999টাকা আর Nokia 5 ফোনটির দাম 13,499 হাজার টাকা থেকে কমে 12,499 টাকা হয়েছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo