Nokia 7 Plus ফোনটির ডিজাইন এরকম হতে পারে, কনসেপ্ট রেন্ডার থেকে জানা গেছে

Updated on 08-Feb-2018
HIGHLIGHTS

Nokia 7 Plus MWC 2018 এ লঞ্চ হতে পারে

HMD গ্লোবাল তাদের 2018 সালের লাইনআপকে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2018 তে নিয়ে আসতে পারে। Nokia 7 Plus ফোনটি এই লাইনআপে আছে। আসা করা হচ্ছে যে Nokia 7 Plus ফোনটি MWC 2018’র সময় আসতে পারে। আর এই ফোনটির বিষয়ে এখনও অব্দি অনেক লিক দেখা গেছে, যা থেকে এই ফোনটির বিষয়ে বেশ কিছু খবর সামনে এসেছে। আজকে এই স্মার্টফোন গুলি ফ্লিপকার্ট থেকে ডিস্কাউন্টে কেনা যাচ্ছে

আর এবার ইউটিউব চ্যানেল 'Science and Knowledge' এই ফোনটির একটি কনসেপ্টয় রেন্ডার ভিড্ডিও শেয়ার করেছে। এই রেন্ডার অনুসারে, Nokia 7 Plus ফোনটিতে 18:9 অ্যাস্পেক্ট রেশিও আর পাতলা সাইডও থাকবে। স্ক্রিনকে আরও লম্বা করার জন্য এইউ ফোনটির রেয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। এই ডিভাইসে গ্লাস ব্যাকও থাকতে পারে। আর এর সঙ্গে বেশ কিছু লিকের বিষয়ে জানা গেছে। এই ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপও দেওয়া হবে।

এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার, 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ দেওয়া হতে পারে। এতে 6ইঞ্চির FHD+ ডিসপ্লে 18:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে থাকতে পারে। এই ফোনটিতে 3000mAh এর ব্যাটারিও থাকতে পারে।

Connect On :