Nokia 7 স্মার্টফোনটি 19 জানুয়ারি বিশ্বজুড়ে Nokia 9, Nokia 8 (2018) আর Nokia 6 (2018) এত্র সঙ্গে লঞ্চ হতে পারে

Updated on 28-Dec-2017
HIGHLIGHTS

Nokia 7 স্মার্টফোনটি এই বছরের অক্টোবর মাসে চিনে এক্সক্লিশিভ স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হয়েছিল, এটি 5.2ইঞ্চির IPS LCD ডিসপ্লে যুক্ত আর এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 630 SoC তে চলে

Nokia 7 স্মার্টফোনটি বিশ্বজুড়ে 2018 সালের প্রথম দিকে লঞ্চ করতে পারে। অ্যান্ড্রয়েড হেডলাইটের একটি রিপোর্ট অনুসারে এই স্মার্টফোনটি মডেল নম্বর TA-104 এর সঙ্গে লঞ্চ করা হতে পারে। এর সঙ্গে কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন Nokia 9, Nokia 8 (2018) আর Nokia 6 (2018)  ফোনটিও লঞ্চ হতে পারে।

Nokia 7 স্মার্টফোনটি অফিসিয়ালি অক্টোবর মাসে লঞ্চ করা হয়েছিল আর এটি শুধু চিনের এক্সক্লিউশিভ ভাবে পাওয়া যাচ্ছিল। একই রকম ব্যবস্থা Nokia 6 স্মার্টফোনটির সময় করা হয়েছিল। যা এই বছরের জানুয়ারি মাসে চিনে লঞ্চ করা হয়েছিল। আর পরে জুন মাসে সারা বিশ্বে লঞ্চ করা হয়।

Nokia 7 ফোনটির স্পেশিফিকেশান কেমন তা একবার দেখে নেওয়া যাক এই ফোনটিতে 5.2 ইঞ্চির ফুল HD IPS ডিসপ্লে আছে আর এটি স্ন্যাপড্র্যাগন 630 চিপসেট যুক্ত। এই ডিভাইসটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়। একটি ভেরিয়েন্ট 4GB র‍্যামের আর অন্য ভেরিয়েন্টটি 6GB র‍্যামের। তবে দুটি র‍্যাম ভেরিয়েন্টের স্টোরেজ 64GB যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়।

Nokia 7 ফোনটিতে 16MP’র প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে যা f/1.8 অ্যাপার্চার আর ডুয়াল টোন ফ্ল্যাশ ক্যামেরা যুক্ত। এর ফ্রন্টে  5MP’র ক্যামেরা দেওয়া হয়েছে যা f/2.0 অ্যাপার্চার আর 84 ডিগ্রির ওয়াইড ফিল্ডের ভিউ যুক্ত। বোথি ফিচার্সের মাধ্যমে আপনি একই সময় ফ্রন্ট আর রেয়ার ক্যামেরা দিয়ে শুট করতে পারবেন। কানেক্টিভিটির জন্য এই ফোনে WiFi, ব্লুটুথ 5.0, GPS, A-GPS , NFC, 3.5mm অডিও জুয়াক আর USB টাইপ C পোর্ট আছে।

Nokia 7 ফোনটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে এর এটি অ্যান্ড্রয়েড নৌগাটে চলে আর কোম্পানি বলেছে যে পরে এটি ওরিওর আপডেট পাবে। এই স্মার্টফোনের ব্যাটারি 3000mAh এর যা কোয়াল্কমসের কুইক চার্হ ফিচার যুক্ত। Nokia 7 ফোনটির 4GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 2,499 Yuan (প্রায় 25,000 টাকা) আর এর 6GB র‍্যাম ভেরিয়েন্টটির দাম 2,699 Yuan (প্রায় 27,000 টাকা)।

আশা করা হচ্ছে যে নোকিয়া তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nokia 9  কে 19 জানুয়ারি লঞ্চ করবে আর এর সঙ্গে Nokia 8 আর Nokia 6 এর আপডেটেড ভার্শন লঞ্চ করতে পারে। আশা করা হচ্ছে যে Nokia 9 ফোনটি পাতলা বেজেল ডিজাইন যুক্ত হবে আর গুজবে এও বলা হচ্ছে যে Nokia 9 ফোনটিতে রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে ভার্টিকাল রেয়ার ক্যামেরা থাকবে। এতে 5.5 ইঞ্চির AMOLED QHD ডুয়াল কার্ভড ডিসপ্লে আর 6GB র‍্যাম থাকতে পারে।

এও বলা হচ্ছে যে এই ফোনটি IP67 সার্টিফিকেশান পাবে, মানে এই ফোনটি জল আর ডাস্ট রেজিস্টেন্স যুক্ত হবে। Nokia 9 স্মার্টফোনটিতে 6GB র‍্যাম/ 64GBস্টোরেজ ভেরিয়েন্টের দাম 3699 Yuan (প্রায় 37,000 টাকা) আর 6GBর‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4199 Yuan (প্রায় 42,000 তাকা০ হবে বলে মনে করা হচ্ছে।

Connect On :