digit zero1 awards

বোথি ক্যামেরা, স্ন্যাপড্র্যাগন 630 চিপসেট আর গ্লাস ডিজাইনের সঙ্গে Nokia 7 লঞ্চ হল

বোথি ক্যামেরা, স্ন্যাপড্র্যাগন 630 চিপসেট আর গ্লাস ডিজাইনের সঙ্গে Nokia 7 লঞ্চ হল
HIGHLIGHTS

Nokia 8 এর মতন Nokia 7 এও বোথি মোড আছে, এই হ্যান্ডসেটটি মেটাল আর গ্লাস ডিজাইন, 5.2-ইঞ্চির ডিসপ্লে আর স্ন্যাপড্র্যাগন 630 চিপসেট যুক্ত

HMD Global তাদের 2017 সালের লাইনআপে আরও একটি স্মার্টফোন নিয়ে এল। ফিনল্যান্ডের এই কোম্পানিটি একটি মিড রেঞ্জ স্মার্টফোন Nokia 7 লঞ্চ করেছে যা বিশেষ ভাবে চিনের বাজারে পাওয়া যাবে। এই ফোনটিতে প্রিমিয়াম ডিজাইন আর নতুন বোথি মোডের ক্যামেরা দেওয়া হয়েছে।

Nokia 7 ফোনটিকে 7000 সিরিজ অ্যালুমেনিয়াম চেসিস আর গ্লাস ব্যাকের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে কর্নিং গোরিলা গ্লাসের ব্যাক দেওয়া হয়েছে। আর এটি গ্লস ব্ল্যাক আর মেট হোয়াইট কালারে পাওয়া যাবে।

এই ফোনটির স্পেশিফিকেশান কেমন তা একবার দেখে নেওয়া যাক, Nokia 7 ফোনটিতে 5.2 ইঞ্চির IPS LCD ডিসপ্লে আছে যা 1920 x 1080 পিক্সাল রেজিলিউশান যুক্ত। আর এর টপে 2.5D কার্ভড গ্লাস আছে। এই ডিভাইসটি স্ন্যাপড্র্যাগন 630 চিপসেট, 4GB বা 6GB র‍্যাম আর 6GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত আর এর স্টোরেজকে SD কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যাবে।

Nokia 7 ফোনটিতে 16MP’র প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে যা जो f/1.8 অ্যাপার্চার আর ডুয়াল টোন ফ্ল্যাশ যুক্ত। এর ফ্রন্টে 5MP’র ক্যামেরা দেওয়া হয়েছে যা f/2.0 অ্যাপার্চার যুক্ত আর 84 ডিগ্রি ওয়াইড ফিল্ডের ভিউ যুক্ত এটি। বোথি ফিচার্সের মাধ্যমে আপনি একই সময় ফ্রন্ট আর রেয়ার ক্যামেরা দিয়ে শুট করতে পারবেন আর এটি ফেসবুক লাইভ আর লাইভের সাথে ইন্ট্রিগ্রেটেড। কানেক্টিভিটির জন্য এই ফোনে WiFi, ব্লুটুথ 5.0, GPS, A-GPS আর গোলান্স 5.0, GPS, A-GPS অডিও আর USB টাইপ C সাপোর্ট করে।

Nokia 7 এ একটি রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে আর অ্যান্ড্রয়েড নৌগাটে চলে, আশা করা হচ্ছে যে ভবিষ্যতে এটি ওরিওর আপডেট পাবে। এই স্মার্টফোনটিতে 3000mAh এর ব্যাটারি আছে যা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন কুইক চার্জ যুক্ত। Nokia 7 এর 4GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 2,499 Yuan (প্রায় Rs 25,000) আর 6GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 2,699 Yuan (প্রায় Rs 27,000)। এই স্মার্টফোনটি প্রি-অর্ডারের জন্য JD.com, Suning আর T-Mall এ পাওয়া যাচ্ছে আর 24 অক্টোবর এটি সেলের জন্য পাওয়া যাবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo