NOKIA 7.2, NOKIA 6.2 ট্রিপেল ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ হল

NOKIA 7.2, NOKIA 6.2 ট্রিপেল ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

Nokia 7.2 কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660, 6GB পর্যন্ত র‍্যাম আর 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে এসেছে

Nokia 6.2 কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 4GB র‍্যাম আর 128GB স্টোরেজের সঙ্গে এসেছে

নোকিয়া এর সঙ্গে নোকিয়া ইয়ারবার্ডও নিয়ে এসেছে

IFA 2019 য়ে নোকিয়া একাধিক ফোন নিয়ে এসেছে। 5 সেপ্টেম্বর বার্লিনের ইভেন্টে কোম্পানি Nokia 7.2 আর Nokia 6.2 ফোন দুটি নিয়ে এসেছে। দুটি ফোনেই ট্রিপেল রেয়ার ক্যামেরা সার্কুলার মোডে দেওয়া হয়েছে। আর এর সঙ্গে কোম্পানি তাদের ইয়ারবার্ডের কথা জানিয়েছে।

Nokia 7.2 ফোনের স্পেসিফিকেশান

Nokia 7.2 ফোনে আপনারা 6.3FHD+ ওয়াটার ড্রপ ডিসপ্লে পাবেন আর এর সঙ্গে এটি HDR 10 সাপোর্ট করে আর অ্যামাজন আন্ডার প্রোটেকশান গোরিলা গ্লাস 3 যুক্ত। এই স্মার্টফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 চিপসেট আছে আর সঙ্গে আছে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

Nokia 7.2 ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন যা 48MP মেন ক্যামেরা যা f/1.79 অ্যাপার্চারর যুক্ত আর এর সঙ্গে 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 5MP ডেপথ ক্যামেরা জাইস অপশানের সঙ্গে আছে। আর এর সঙ্গে এই ফোনে আছে 20MP র জাইস লেন্সের ফ্রন্ট ক্যামেরা।

Nokia 7.2 ফোনটিতে আপনারা 3500mAh য়ের ব্যাটারি পাবেন আর এর সঙ্গে এটি অডিও জ্যাক আর Type C পোর্ট যুক্ত এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 আউট অফ দ্যাক বক্স যুক্ত আর ফোনে তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 10 আপডেট এসে যাবে, কারন এই ফোনটি একটি অ্যান্ড্রয়েড ওয়ান ডিভাইস।

Nokia 6.2 ফোনের স্পেসিফিকেশান

Nokia 6.2 ফোনটি আপনারা 6.3 ইঞ্চির FHD+ ওয়াটার ড্রপ পিওর ডিসপ্লে আর HDR 10 য়ের সাপোর্টের সঙ্গে পাবেন। আর এর সগ্নে আছে এতে গোরিলা গ্লাস 3 র প্রোটেকশান। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 চিপসেট আছে। আর এই ফোনটি 4GB র‍্যাম আর 128GB স্টোরেজে পাওয়া যাবে। ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

আর এই Nokia 6.2 ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা আছে আর 16MP ক্যামেরা f/1.8 অ্যাপার্চার যুক্ত আর এই ফোনে এর সঙ্গে আছে 8MP আর সঙ্গে আছে একটি 5MP র ক্যামেরা। আর এই ফোনের ফ্রন্টে আছে 8MP র ক্যামেরা।

Nokia 6.2 ফোনে আছে একটি 3500mAZh য়ের ব্যাটারি। আর এই ফোনে এর সঙ্গে আছে অ্যান্ড্রয়েড 9 আউট অফ দ্যা বক্স আর এই ফোনটিও অ্যান্ড্রয়েড 10 য়ের আপডেট তাড়াতাড়ি পাবেন। আর এই ফোনটি ক্রামিক ব্ল্যাক আর আইস কালারে পাওয়া যাবে।

নোকিয়া এর সঙ্গে তাদের নোকিয়া পাওয়ার ইয়ারবার্ডের কথাও ঘোষনা করেছে। আর এর সঙ্গে এটি 1nm 30 মিনিট পর্যন্ত ওয়াটার প্রুফ। আর এর সঙ্গে আছে ব্লুটুথ 5.0 র কন্ট্রোল। আর এই ইয়ারবারড 50mAH য়ের ব্যাটারির যুক্ত আর এর ব্যাটারি কেস 3000mAh য়ের ব্যাটারি যুক্ত। আর এর সঙ্গে এটি 150 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেয়।

Digit.in
Logo
Digit.in
Logo