এবার NOKIA 7.2 ফোনের রঙ আর ডিজাইন জানা গেছে

এবার NOKIA 7.2 ফোনের রঙ আর ডিজাইন জানা গেছে
HIGHLIGHTS

IFA 2019 য়ে এই ফোনটি লঞ্চ করা হবে

লাইভ ইমেজে ফোনের রঙ জানা গেছে

Nokia 7.2 ফোনটির বিষয়ে এর মধ্যে একাধিক খবর এসেছে। এই লিকে স্মার্টফোনের ডিজাইন আর হার্ডওয়্যার আছে। HMD গ্লোবাল জানিয়েছে যে IFA 2019 ইয়ের লঞ্চ ইভেন্টে তাদের দুটি নতুন ফোন আসবে। আর এই IFA 2019 য়ের সময়ে নোকিয়া 7.2 আর নোকিয়া 6.2 ফোন দুটি আসবে।

Techmesto র কাছ থেকে নোকিয়া 7.2 ফোনের ইমেজ দেখা গেছে তাতে জানা গেছে যে তাতে নোকিয়া 7.2 ফোনটি তিনটি রঙে আসবে এগুলি আইস ব্লু, ফরেস্ট গ্রিন আর চারকোল ব্ল্যাক কালারে আসবে। আর অন্য একটি রাশিয়ান রিপোর্ট অনুসারে এই ডিভাইসের মডেল নাম্বার TA-1196আর এই নোকিয়া 7.2 ফোনটি একটি ডুয়াল সিমের ফোন হবে। আর এর আগের লিক অউসারে নোকিয়া পাওয়ার ইউসার জানিয়েছিলেন যে TA-1178 মডেল নাম্বারের ফোন নোকিয়া 7.2 সিঙ্গেল সিমের ভেরিয়েন্ট হবে। আর এই ভেরিয়েন্ট 4GB র‍্যাম আর 128GB স্টোরেজে আসবে।

নোকিয়া 7.2 ফোনে আপনারা লাইভ ইমেজ ডিভাইস ফরেস্ট গ্রিন কালারে দেখা গেছে। আর এও জানা গেছে যে এই ফোনের ফ্রন্টে একটি ডিউড্রপ নচ থাকবে। রিপোর্ট অনুসারে Nokia 7.2 ফোনে 6.3 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে থাকবে আর এটি HDR 10 সাপোর্ট করবে। আর এই ডিভাইসের ফ্রন্টে রেয়ার মাইন্ডেড ক্যাপাসেটিভ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে।

এই ডিভাইসের ক্যামেরাতে একটি 48MP র ক্যামেরা থাকতে পারে আর এই ফোনটি গিকবেচনে স্ন্যাপড্র্যাগন 660 SoC র সঙ্গে দেখা গেছে আর এটি স্ন্যাপড্র্যাগন 710 SoC সঙ্গে আসবে। আর এই ফোনে 3500mAh য়ের ব্যাটারি থাকবে আর এটি কোয়াল্কমের কুইক চার্জ প্রযুক্তি সাপোর্ট করবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo