Nokia 6.1 Plus ফোনটির দাম ভারতে 2,000 টাকা কমল, আর এবার এর দাম হল মাত্র

Updated on 08-Oct-2018
HIGHLIGHTS

আমরা জানি যে আগামী কয়েক দিনের মধ্যে ভারতের উৎসবের মরসুম শুরু হচ্ছে আর এই সময়ে HMD গ্লোবাল তাদের অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোনের দাম কমিয়েছে, আপনাদের বলে রাখি যে Nokia 6.1 Plus আর Nokia 5.1 Plus স্মার্টফোনের দাম কমানো হয়েছে

আমরা জানি যে ভারতের উৎসবের মরসুমের আর দেরি নেই, আজ মহালায়ার মাধ্যমেই সেই উৎসব মরসুমের শাঁখে ফু দেওয়া হয়ে গেছে যেন। চারিদিকেই যেন একটা সাজ সাজ রব। আর এসবের মধ্যেই HMD গ্লোবাল তাদের Nokia 6.1 Plus আর Nokia 5.1 Plus ফোনের দাম কমিয়ে দিয়েছে। এবার এই দুটি ফোন যথাক্রমে 14,999 টাকা আর 10,499 টাকায় কেনা যাবে। আর এই ফোন দুটি আপনারা ফ্লিপকার্টের বিগ বিলিয়ান ডে সেলে কিনতে পারবেন

আর আপনাদের বলে রাখি যে Nokia 6.1 Plus স্মার্টফোনের দাম 2,000 টাকা আর Nokia 5.1 Plus ফোনটির দাম 500 টাকা কমেছে। আর এই ফোনটি লঞ্চ করা হয়েছিল 10,999 টাকার সেগমেন্টে। আর এই ফোনটি এই দামে অল্প কিছু সময়ের জন্যই পাবেন।

Nokia 6.1 Plus ফোনের স্পেসিফিকেশান আর ফিচার্স

Nokia 6.1 Plus ফোনটি একটি এজ-টু এজ ডিসপ্লে যুক্ত ফোন। আর এই ফোনে 5.8 ইঞ্চির FHD+(2280×1080) ডিসপ্লে যুক্ত। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9 আর এই ফোনটি একটি স্ক্রিন টু বডি রেশিও অফার করে। আর এই ফোনের ফ্রন্টে আর ব্যাকে গোরিলা গ্লাস 3 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে আর এটি মিডনাইট ব্লু, গ্লাস ব্ল্যাক আর গ্লাস হোয়াইট কালারে লঞ্চ করা হয়েছে।

Nokia 6.1 Plus ফোনটি অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 636 চিপসেট, 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত আর এই স্টোরেজ কে মাইক্রো এসডি কার্ড দিয়ে 400GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। এই ফোনটি একটি অ্যান্ড্রয়েড ওয়ান ডিভাইস আর এর মানে এই ফোনটি তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের আপডেট পাবে। আর এই ফোনটি আর Nokia 5.1 Plus দুটিফোনই গুগল লেন্স যুক্ত।

Nokia 6.1 Plus ফোনটির ব্যাকে 16 আর 5 মেগাপিক্সলাএর ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে আর সেখানে এই ডিভাইসের ফ্রন্টে একটি 16 মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটির অ্যাপার্চার f/2.0 । আর এই ফোনটি AI সাপোর্ট করে। আর এর মাধ্যমে ছবির কোয়ালিটি উন্নত করা যায়। আর এই ফোনে এক্ত 3060mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

 

Connect On :