Nokia 6.1 আর Nokia 7.1 ফোনটি অ্যান্ড্রয়েডের নতুন আপডেট পাচ্ছে

Updated on 27-Feb-2019
HIGHLIGHTS

Nokia 6.1 আর Nokia 7.1 ফোন দুটির এই আপডেট ফেব্রুয়ারি 2019 য়ের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট আছে

হাইলাইট

  • Nokia 6.1 য়ের জন্য 105.3MB সাইজের আপডেট এসেছে
  • Nokia 7.1 য়ের জন্য 61.7MB সাইজের আপডেট এসেছে

 

HMD Global নোকিয়া ব্র্যান্ডের বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করেছে আর তাদের বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোন যথাসময়ে আপডেট পায়। আর কোম্পানি বেশিরভাগ স্মার্টফোন অ্যান্ড্রয়েড ওয়ানে লঞ্চ করেছে আর এর ফলে বেশিরভাগ ফোনই সময়ে সময়ে আপডেট পাচ্ছে। আর আপনাদের বলে রাখি যে কোম্পানির Nokia 6.1 আর Nokia 7.1 ফোনটি নতুন আপডেট পাওয়া শুরু করেছে।

এই নতুন আপডেটের লিস্টে ফেব্রুয়ারি 2019 অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট দেওয়া এয়ছে। Nokia Power User য়ের রিপোর্ট অনুসারে ভারতে Nokia 6.1 TA-1089 মডেল নম্বর আর Nokia 7.1 ফোনটি মডেল নম্বর TA-1100 র জন্য এই আপডেট দেওয়া হচ্ছে। আর Nokia 6.1 ফোনটির আপডেট সাইজ 105.3MB আর Nokia 7.1 য়ের জন্য এই আপডেট সাইজ 61.7MB র। ইউজার্সরা এই আপডেট চেক করতে চাইলে সেটিংসে গিয়ে দেখতে পারেন, যদি আপনারা এই আপডেট পেয়ে না থাকেন তবে কিছু দিনের মধ্যেই পেয়ে যাবেন।

আমরা যদি Nokia 7.1 মোবাইল ফোনটির  ডিজাইন ইত্যাদি দেখি তবে আপনাদের বলে রাখি যে এটি Nokia 6.1 Plus আর Nokia 5.1 Plus য়ের মতনই। আর এছাড়া এই ফোনে আপনারা 6000 সিরিজের অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে তৈরি আর এর সঙ্গে আপনারা এতে একটি অ্যালুমিনিয়াম ব্ল্যাক কালার পাবেন। আর এই ফোনে একটি 3060mAh য়ের ব্যাটারি পাবেন আর এছাড়া এই ফোনে আপনারা একটি 5.84 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে পাবেন যা 19:9 অ্যাস্পেক্ট রেশিওর।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :