বহু প্রতীক্ষিত নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন বেশ কয়েকবছর পর ফের একবার ধামাকেদার কামব্যাক করল৷ দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বাজারে নিয়ে এল অ্যান্ড্রয়েড ফোন নোকিয়া ৬৷ আপাতত চিনের বাজারে এটি লঞ্চ করা হয়েছে৷ এইটা এইচএমডি গ্লোবাল স্মার্টফোনটি তৈরি করেছে। ২০১৪-র পর এই প্রথম নোকিয়া তাদের ব্র্যান্ড নেম ও লোগো-সহ কোনও স্মার্টফোন বাজারে আনল।
এই মুহূর্তে ১৬,৭৪৯ টাকায় বাজারে লঞ্চ করা হয়েছে৷ চিনেরও এই মুহূর্তে কেবল অনলাইনে কেনা যাবে ফোনটি৷ অন্য জায়গায় এইফোনটি কবে পাওয়া যাবে সেই বিষয়ে এখনও সংস্থার তরফে কিছু জানানো হয়নি৷
আরও দেখুন : CES 2017: সোনি লঞ্চ করলো তার ব্রাভিয়া OLED 4K HDR টিভি
নোকিয়া ৬ একটি মেটাল স্মার্টফোন। তবে দাম রাখা হয়েছে মধ্যবিত্তের নাগালেই। এটি একটি মিড রেঞ্জ স্মার্টফোন। ৫.৫ ইঞ্চির ডিসপ্লে-কে সুরক্ষিত রাখতে রয়েছে গরিলা গ্লাস। ডিসপ্লে ১০৮০ পিক্সেলের। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে মেমোরি এক্সপ্যান্ডেবল ১২৮ জিবি পর্যন্ত। রয়েছে ডুয়াল অ্যামপ্লিফায়ার যা ডলবি অ্যাটমোস সাউন্ড টেকনোলজি সাপোর্টেড।
নোকিয়া ৬-এর রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের, ফ্রন্ট ৮ এমপি-র। ৩০০০ এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ এই ফোন ফোর-জি এলটিই সাপোর্টেড। আগামী ১০ বছর এই এইচএমডি গ্লোবাল সংস্থাই নোকিয়ার যাবতীয় স্মার্টফোন তৈরি করবে। নতুন ফোনটির দাম ভারতীয় মুদ্রায় ১৬,৭৩৯ টাকা। তবে চিনে বিক্রি শুরু হলেও বাকি দেশগুলিতে কবে থেকে মিলবে এই হ্যান্ডসেট, সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি সংস্থার তরফে।
নোকিয়ার নয়া হ্যান্ডসেট, ‘নোকিয়া ৬’ গুগলেরই প্ল্যাটফর্ম ব্যবহার করবে। আপাতত শুধুমাত্র চিনে হ্যান্ডসেটটি মিলবে। অনলাইনে JD.com থেকে কেনা যাবে এই হ্যান্ডসেট, জানিয়েছে এইচএমডি গ্লোবাল। সংস্থার এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘চিনের বাজারে ফোনটি লঞ্চ করার অন্যতম কারণ সেখানকার বিশাল চাহিদা। হাই এন্ড স্মার্টফোন ব্যবহারের আদর্শ বাজারের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ফোনটির বিক্রি শুরু হবে দ্রুতই।
আরও দেখুন : স্যামসাং গ্যালাক্সি J7 প্রাইম স্মার্টফোন উপর ডিসকাউন্ট
আরও দেখুন : অসুস লঞ্চ করলো চমত্কার ল্যাপটপ-ট্যাবলেট হাইব্রিড ডিভাইস-Chromebook Flip C302CA