HMD গ্লোবাল Nokia 6 এর জন্য অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট ওপারেটিং সিস্টেমের আপডেট শুরু করে দিয়েছে. আপাতত এই আপডেটটি শুধু তাইওয়ান আর হং কং এ অবস্থিত Nokia 6 ইউনিটের জন্যই পাওয়া যাচ্ছে. এই সফটোয়্যার আপডেটের সঙ্গে মে মাসে এর সিকিউরিটি আপডেটও দেওয়া হচ্ছে.
HMD গ্লোবাল ফেব্রুয়ারিতে MWC তে বলেছিল যে, নোকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন ডিজাইন আর সফটোয়্যারের ক্ষেত্রে বাকি স্মার্টফোনের থেকে আলাদা হবে. আগামী মাসে Nokia 6 গ্লোবালি লঞ্চ হয়ে যাবে.
আরো দেখুন: Xiaomi Redmi 4 স্মার্টফোন 16ই মে ভারতে লঞ্চ হবে, দাম হতে পারে Rs.9,999
নোকিয়া 6 স্মার্টফোনের ফিচার্সের দিকে দেখলে দেখা যাবে যে এতে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে 2.5D গোরিলা গ্লাসের সঙ্গে দেওয়া হয়েছে. এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার আর 3GB র্যাম যুক্ত. এটিতে 32GB’র ইন্টারনাল স্টোরেজও দেওয়া হয়েছে. এই ফোনটি অ্যান্ড্রয়েড নৌগাট যুক্ত.
এই স্মার্টফোনের ক্যামেরার দিকে একবার দেখা যাক, এতে 16 মেগাপিস্কালের রেয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আছে. এই ফোনে মেটাল বডি দেওয়া হয়েছে, যার ফলে এই ফোনটি দেখতে আরো স্পেশাল হয়েছে.
আরো দেখুন: Alcatel Pixi 4 (6) 6-ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, দাম Rs.9,100
আরো দেখুন: নোকিয়ার স্মার্টফোন আগামী মাসে ভারতে লঞ্চ হবে