Nokia6 অ্যান্ড্রয়েড 7.1.1 আপডেট পাবে

Nokia6 অ্যান্ড্রয়েড 7.1.1 আপডেট পাবে
HIGHLIGHTS

এর সঙ্গে এই নতুন আপডেটে এটি সবচেয়ে নতুন সিকিউরিটি পেজও পেয়েছে

Nokia 6 কে কিছুদিন আগেই বাজারে নিয়ে আসা হয়েছিল, আপাতত এই ফোনটি চিনে সেলের জন্য পাওয়া যাচ্ছে. আশা করা হচ্ছে যে এটি ভারতীয় বাজারে খুব তাড়াতাড়ি আনা হবে.

তবে এবার এই স্মার্টফোনটি আরো স্পেশাল হয়ে গেছে, কারন এটি অ্যান্ড্রয়েড 7.1.1 অপারেটিং সিস্টেমে আপডেট পেতে শুরু করেছে. এই নতুন আপডেটের সাইজ 370MB. এর সঙ্গে এই নতুন আপডেটে এই ডিভাইসটি সব থেকে নতুন সিকিউরিটি পেজ ও পেয়েছে.

আরো দেখুন: Jio ইউজার্সরা এবার এয়ার এশিয়ার টিকিট কাটার সময় 15% ডিস্কাউন্ট পাবে

নোকিয়া 6 স্মার্টফোনের ফিচার্সের দিকে দেখলে দেখা যাবে যে এতে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে 2.5D গোরিলা গ্লাস দেওয়া হয়েছে. এই ফোনটি কোয়াল্কাম স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার আর 4GB র্যাম যুক্ত. এতে 64GBর ইন্টারনাল স্টোরেজও দেওয়া হয়েছে. এই ফোনটি অ্যান্ড্রয়েড নৌগাট যুক্ত. যদি এই স্মার্টফোনের ক্যামেরার দিকে দেখা যায় তবে এতে 16 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 8 মেগাপিস্কালের ফ্রন্ট ক্যামেরাও আছে. এই ফোনে মেটাল বডি করা হয়েছে, যা একে একটা স্পেশাল লুক দেয়.

 আরো দেখুন: WhatsApp এর নতুন ফিচার, এবার মেসেজ পাঠানোর ৫ মিনিট পর মুছে ফেলা যাবে

আরো দেখুন: Airtel নিয়ে এল একটি নতুন অফার, এবার নিজেদের গ্রাহকদের জন্য দিচ্ছে ফ্রি 30GB ডাটা

সোর্স:

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo