Nokia 6 স্মার্টফোনটির সঙ্গে অ্যামাজন ইন্ডিয়া বেশ কিছু লঞ্চ অফারও দিচ্ছে
HMD গ্লোবাল গত মাসে ভারতে Nokia 6, Nokia 5 আর Nokia 3 নিয়ে এসেছিল। Nokia 3 ফোনটি আগেই ভারতে বিক্রির জন্য পাওয়া যাচ্ছে। এবার Nokia 5 এর প্রি বুকিং 7 জুলাই থেকে শুরু হয়ে গেছে।
এবার নোকিয়ার আরও একটি স্মার্টফোন Nokia 6 এর কথা ব্লি, এই তিনটি ফোনের মধ্যে এটিই নোকিয়ার সবথেকে প্রিমিয়াম স্মার্টফোন। আর এবার এই স্মার্টফোনটি রেজিস্ট্রেশনের জন্য অ্যামাজন ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে। এই ফোনটির প্রথম সেলের ব্যাবস্থা অ্যামাজনে 23 আগস্টে হবে। ভারতে Nokia 6 ফোনটির দাম Rs. 14,999 রাখা হয়েছে। Nokia 6 শুধু অনলাইন চ্যানেলেই কিনতে পাওয়া যাবে।
Nokia 6 স্মার্টফোনটির ফিচার্স গুলি একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.5-ইঞ্চির ফুল HD ডিসপ্লে 2.5D কার্ভড গোরিলা গ্লাস যুক্ত। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার আর 3GB র্যাম আছে। এই ফোনটিতে 32GB’র ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড নৌগাট যুক্ত।
এই ফোনটির ক্যামেরা কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 16 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি মেটাল বডির যার ফলে এটি দেখতে বেশ আলাদা।