নোকিয়ার অ্যান্ড্রয়েড স্মার্টফোন এই সময় বাজারে একটি হট টপিক. যদিও HMD গ্লোবাল এখনো এই স্মার্টফোন গুলির খুব কমই বাজারে উপলব্ধ. তবে এবার আলাদা কোম্পানি এই ফোনের সঙ্গে 120টি দেশের বাজারে নিয়ে আসবে.
নোকিয়াপাওয়ারইউজার অনুসারে HMD এই ফোনটি 2017 সালের দ্বিতীয়ার্ধে লঞ্চ করতে পারে. এবার কোম্পানি জানিয়েছে যে, খুব তারাতরিই নোকিয়া 3, নোকিয়া 5 এবং নোকিয়া 6 কে 120টি দেশের বাজারে নিয়ে আসা হবে.
আরো দেখুন: ওয়ানপ্লাস 3T মিডনাইট ব্ল্যাক ভেরিয়ান্ট 128GB স্টোরেজের সঙ্গে লঞ্চ হল
আপনাদের জানিয়ে রাখি যে নোকিয়া 5মে 5.2 ইঞ্চি কম্ফেটার HD ডিসপ্লে যুক্ত. এতে র্যাম 2GB দেওয়া হয়েছে এছাড়া এতে স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসর আছে. এই ডিভাইসটিতে 3000mআহ ব্যটারি দেওয়া হয়েছে. নোকিয়া 5 এ ইন্টারনাল স্টোরেজ 16GB যা 128GB অব্দি বাড়ানো যাবে.এছাড়া নোকিয়ার নতুন ফোনে ইউযার্স গুগল ড্রাইভে আনলিমিটেড স্টোরেজ করতে পারবে. এই ফোনে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট ভার্শন দেওয়া হয়েছে. এ ফোনটি টেম্পার্ড ব্লু, সিলভার, মেটাল ব্ল্যাক রঙে পাওয়া যাবে. এই ফোনের দাম 13,301 টাকা.
নোকিয়া 3 এর দাম 9,792 টাকা করা হয়েছে. এতে 5ইঞ্চির ডিসপ্লে আছে যা গরিলা গ্লাস দিয়ে কভার করা. এই ফোনটি মিডিয়াটেক 6737 SoC তে কাজ করে. এই ফোনে 2GB র্যাম ও 16GB ইন্টারনাল স্টোরেজ আছে. এই ডিভাইসটিতে 2650mAH ব্যাটারি আছে. এই ফোনে প্রাইমারি ও সেকেন্ডারি দুটি ক্যামেরাই 8মেগাপিক্সালের. এই ফোনটি সিলভার, হোয়াইট, মেটাল ব্ল্যাক, টেম্পার্ড ব্লু এবং কপার হোয়াইট কালারে পাওয়া যাবে. এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড নৌগাট 7.0 তে কাজ করে.
আরো দেখুন: এবার ডেক্সটপেও পাবেন ফেসবুক লাইভের সুবিধা
আরো দেখুন: মাইক্রোম্যাক্স স্পার্ক ভিডিও আল্ট্রা বাজেট স্মার্টফোন হল লঞ্চ