Nokia 6, Nokia 5 and Nokia 3 স্মার্টফোনটি 13 জুন ভারতে লঞ্চ হতে পারে

Nokia 6, Nokia 5 and Nokia 3 স্মার্টফোনটি 13 জুন ভারতে লঞ্চ হতে পারে
HIGHLIGHTS

Nokia’র অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে আন্তর্জাতিক মোবাইল কংগ্রেসে আনা হয়েছিল

HMD গ্লোবাল তাদের Nokia স্মার্টফোনটিকে ভারতে লঞ্চ করার তোরজোর শুরু করে দিয়েছে। মনে করা হচ্ছে যে 13 জুন এই স্মার্টফোনটি ভারতে লঞ্চ হতে পারে। আপনাদের মনে করিয়েদি যে নোকিয়ার এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিকে আন্তর্জাতিক মোবাইল কংগ্রেসে আনা হয়েছিল। HMD গ্লোবাল ‘সেভ দ্যা টেড’ নামের একটি আমন্ত্রণপত্র পাঠিয়েছে।

আসা করা হচ্ছে যে Nokia 6, Nokia 5 and Nokia 3, 13 জুন ভারতে লঞ্চ করা হবে। আপনাদের বলে রাখি যে নোকিয়া 5 এ 5.2 ইঞ্চির কমপ্যাক্ট HD ডিসপ্লে আছে। এই ফোনটির র‍্যাম 2GB আর এটিতে স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার আছে। এই ডিভাইসটিতে 3000mAH  এর ব্যাটারি দেওয়া হয়েছে।

নোকিয়া 5 এর ইন্টারনাল স্টোরেজ 16GB যাকে 128GB অব্দি বাড়ানো যায়। এছাড়া নোকিয়ার নতুন ফোনে ইউজার্সরা এই নতুন ফোনে গুগল ড্রাইভে আনলিমিটেড স্টোরেজের অপশন পাবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট ভার্শান যুক্ত হবে। এই ফোনটি টর্পেড ব্লু, সিলভার, মেটাল ব্ল্যাক কালারে পাওয়া যাবে। এই ফোনটির সম্ভাব্য দাম হবে 13,301 টাকা।

নোকিয়া 3 এর দাম 9,792 টাকা হবে। এই ফোনটিতে 5  ইঞ্চির ডিসপ্লে থাকবে যা গোরিলা গ্লাস যুক্ত হবে। এই ফোনটি মিডিয়াটেক 6737 SoCতে কাজ করে। এই ফোনটিতে 2GB র‍্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজ আছে।

এই ডিভাইসটির ব্যাটারি 2650mAHএর। এই ফোনটিতে প্রাইমারি আর সেকেন্ডারি দুটি ক্যামেরাই 8 মেগাপিক্সালের। এই ফোনটি সিলভার হোয়াইট, মেটাল ব্ল্যাক, টেম্পার্ট ব্লু আর কপার হোয়াইট কালারে পাওয়া যাবে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড নৌগাট 7.0 তে কাজ করে।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo