Nokia 6 ভারতে লঞ্চ হল, দাম Rs. 14,999
By
Aparajita Maitra |
Updated on 13-Jun-2017
HIGHLIGHTS
Nokia 6 স্মার্টফোনটি শুধু অ্যামাজনে সেলের জন্য পাওয়া যাবে
শেষ অব্দি HMD গ্লোবাল ভারতে Nokia 6 অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি লঞ্চ করে দিল। ভারতে Nokia 6 এর দাম Rs. 14,999 করা হয়েছে। Nokia 6 স্মার্টফোনটি শুধু অ্যামাজনে সেলের জন্য পাওয়া যাবে।
Nokia 6 স্মার্টফোনটির ফিচার্সের দিকে একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.5-ইঞ্চির ফুল HD ডিসপ্লে 2.5D গোরিলা গ্লাসের সঙ্গে দেওয়া হয়েছে। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার আর 3GB র্যাম আছে। এতে 32GB’র ইন্টারনাল স্টোরেজও দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড নৌগাট যুক্ত।
যদি এই স্মার্টফোনের ক্যামেরা সেটআপের দিকে দেখা যায় তবে দেকাহ যাবে যে এতে 16 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে মেটাল বডি দেওয়া হয়েছে, যা এই ফোনটিকে একটি আলাদা লুক দেয়।