Nokia 6, জুলাই মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি পেজ পাচ্ছে

Nokia 6, জুলাই মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি পেজ পাচ্ছে
HIGHLIGHTS

Nokia 6 সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল

Nokia 6 জুলাই মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট পাওয়া শুরু করে দিয়েছে। এই আপডেটটি অভার দি অ্যাপে পাওয়া যাচ্ছে। আপাতত এই আপডেটটি হংকং আর তাইওয়ানে থাকা Nokia 6 ইউনিটে পাওয়া শুরু হয়ে গেছে। এই রিপোর্টটি Google Pixel আর Google Pixel XL স্মার্টফোনে পাওয়া জুলাই মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেটের আগে সামনে এসেছে। এই নতুন আপডেটটির মাধ্যমে Nokia 6 এ থাকা অনেক বাগ ফিক্স হবে।

ভারতে Nokia 6 এর দাম Rs. 14,999 করা হয়েছে। Nokia 6 স্মার্টফোনটি শুধু অ্যামাজনে সেলের জন্য পাওয়া যাবে।

Nokia 6 স্মার্টফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.5-ইঞ্চির ফুল HD ডিসপ্লে 2.5D কার্ভড গ্লাসের সঙ্গে দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার আর 3GB র‍্যাম যুক্ত। এতে 32GB’র ইন্টারনাল স্টোরেজও দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড নৌগাট যুক্ত।

এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ কেমন তা এবার দেখা যাক। এই ফোনটিতে 16 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 8 মেগকাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এই ফোনটি মেটাল বডির ফোন, যার ফলে এই ফোনটি দেখতে বেশ আলাদা আর সুন্দর।

আরও ভাল ডিলস এখানে দেখুন 

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo