Nokia 6 (2018)’র স্পেক্স TENAA এ লিস্টেড, স্ন্যাপড্র্যাগন 630 আর 16: 9 ডিসপ্লে যুক্ত হতে পারে

Updated on 03-Jan-2018
HIGHLIGHTS

লিস্টিং থেকে এই ডিভাইসের হাইব্রিড ডুয়াল সিম স্লট থাকবে বলে জানা গেছে

Nokia 6 (2018) ফোনটি গত মাসে TENAA এ দেখা গেছিল, কিন্তু এবার চিনের নিয়ামকরা এই হ্যান্ডসেটটির স্পেসিফিকেশানের বিষয়ে জানিয়েছে। লিস্টিং থেকে এই ফোনটির নতুন চিপসেটের বিষয়ে জানা গেছে আর এও জানা গেছে যে এই ফোনটির ডিজাইনে কিছু পরিবর্তন হবে, তবে ব্যাটারি আর স্ক্রিন আসল Nokia 6 এর মতনই হবে।

HMD গ্লোবাল অক্টা-কোর CPU, অ্যাড্রিনো 508 GPU এর সঙ্গে স্ন্যাপড্র্যাগন 630’র সঙ্গে Nokia 6 (2018)  কে লঞ্চ করবে। এই চিপসেটের সঙ্গে Nokia 7 এর পরে এটি HMD’র দ্বিতীয় ফোন হবে। Nokia 7 ফোনটি অক্টোবর 2017 সালে লঞ্চ করা হয়েছিল।

নতুন ফোনটিতে 5.5 ইঞ্চির ফুল    HD স্ক্রিন যুক্ত হবে, মানে আমরা এই ফোনে ট্রেন্ডিং 18:9 ডিসপ্লে পাবো না। এই ডিভাইসটিতে 4 GB র‍্যামের সঙ্গে দুটি ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্ট আছে একটি 32 GB’র আর অন্যটি 64 GB’র। লিস্টিং থেকে এই ডিভাইসটিতে হাইব্রিড ডুয়াল সিম স্লট থাকবে বলে জানা গেছে।

এই ফোনটির ক্যামেরা কেমন তা একবার দেখে নেওয়া যাক এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা Nokia 6 এর মতনই হবে। মানে এই ফোনটিতে 16 MP’র রেয়ার ক্যামেরা আর 8MP’র ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনের ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। Nokia 6 (2018)   ফোনটি হোয়াইট, ব্লু আর ব্ল্যাক কালারে আনা হবে। TENAA এ এই ফোনটি দেখা যাওয়ার মানে এই যে এই ফোনটি খুব তাড়াতাড়ি অফিসিয়ালি লঞ্চ হতে পারে।

Connect On :