HMD Global মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2018তে নতুন 5টি মোবাইল ফোন লঞ্চ করেছিল। এই ফিনল্যান্ডের কোম্পানি HMD Global এই ইভেন্টে Nokia 1, Nokia 6 (2018), Nokia 7 Plus, Nokia 8 Sirocco, আর Nokia 8110 4G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। লঞ্চের সময়ে কোম্পানি বলেছিল যে সব ডিবাইস এপ্রিলের প্রথমে ভারতে লঞ্চ করা হবে।
আগেই HMD Global অ্যান্ড্রয়েড ওরিও (গো এডিশান) নির্ভর Nokia 1 ভারতে লঞ্চ করে দিয়েছে আর এবার আশা করা হচ্ছে যে বাকি ডিভাইস গুলি 4 এপ্রিল ভারতে লঞ্চ করা হবে। কোম্পানি নিউ দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা তাদের ইভেন্টে মিডিয়া ইনভিটেশান পাঠানো শুরু করে দিয়েছে, এখানে কোম্পানি ভারতীয় বাজারের জন্য নিজেদের 2018 সালের স্মার্টফোনের লাইনআপ নিয়ে আসতে পারে।
আজকে পেটিএমমলে এই স্মার্টফোন, ক্যামেরা সহ এই জিনিস গুলির ওপর ডিস্কাউন্ট আর ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে
MWC 2018 ‘র সময় লঞ্চ করা Nokia 7 Plus আর Nokia 8 Sirocco ভাল ক্যামের অফার করে। এই দুটি ডিভাইসে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে যা Zeiss অপটিক্সে যুক্ত। দুটি ডিভাইসে 12 মেগাপিক্সালের প্রাইমারি ক্যামেরা আর 13 মেগাপিক্সালের সেকেন্ডারি টেলিফটো লেন্স আছে। আর এর সঙ্গে এই দুটি ডিভাইসই 2x অপ্টিকাল জুম সাপোর্ট করে আর এটি ইলেক্ট্রনিকস ইমেজ স্টেবিলাইজেশান ফিচার যুক্ত। Nokia 7 Plus ফোনটিতে 16 মেগাপিক্সালের সেলফি ক্যামেরা আছে আর Nokia 8 Sirocco ফোনটিতে 5 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামের দেওয়া হয়েছে।
এবার যদি ফোনের সেপ্সিফিকেশানের বিষয়ে বলে হয় তবে দেখা যাবে যে Nokia 7 Plus ফোনটিতে 6 ইঞ্চির ফুল HD+ডিসপ্লে 4GBর্যাম আর 64GB স্টোরেজ আছে আর এই ডিভাইসটিতে স্ন্যাপড্র্যাগন 660 SoC আছে। আর সেখানে Nokia 8 Sirocco ফোনটিতে 5.5ইঞ্চির কোয়াড HD ডিসপ্লে আছে আর যা পাতলা বেজেল যুক্ত। আর এর অ্যাস্পেক্ট রেশিও 16:9। এই স্মার্টফোনটিতে 6GB র্যাম আর 128GB স্টোরেজ আছে আর এটি স্ন্যাপড্র্যাগন 835 যুক্ত।
আমাদের য়ে সাবস্ক্রাইব করার জন্য এখানে ক্লিক করুন
আমাদের য়ে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
এই দুটি ডিভাইস ছাড়া HMD Global তাদের Nokia 6 (2018) স্মার্টফোনটিও ভারতে লঞ্চ করতে পারে। Nokia 6 (2018) গত বছরের Nokia 6 য়ের আপডেটেড ভার্সান যা দ্রুত স্ন্যাপড্র্যাগন 630 SoC, 3GB বা 4GB র্যাম আর 32GB আর 64GB স্টোরেজের সঙ্গে আসবে। এই ডিভাইসটিতে 16 মেগাপিক্সালের প্রাইমারি আর 8 মেগাপিক্সালের সেকেন্ডারি ক্যামেরা আছে।