Nokia 6 (2018) আর Nokia 7 ফোন দুটির জন্য অফিসিয়ালি ওরিও আপডেট শুরু হল

Nokia 6 (2018) আর Nokia 7 ফোন দুটির জন্য অফিসিয়ালি ওরিও আপডেট শুরু হল
HIGHLIGHTS

কোম্পানির পোস্ট অনুসারে পুরনো Nokia 6 এর জন্যও খুব তাড়াতাড়ি অরিও স্টেবেল আসবে, এখন কোম্পানি ডিভাইসটির জন্য বিটা প্রোগ্রামে কাজ করছে

এক সপ্তাহ আগের রিপোর্টের পরেই কোম্পানি Nokia 6 (2018)’র জন্য অফিসিয়ালি ওরিও আপডেট নিয়ে এসেছে। একটি Weibo পোস্টে HMD সুনিশ্চিত করেছে যে এই আপডেট দ্বিতীয় জেনারেশানের Nokia 6 আর Nokia 7 এর জন্য লঞ্চ করা হয়েছে।

কোম্পানির পোস্ট অনুসারে পুরনো Nokia 6 এর জন্য খুব তাড়াতাড়ি ওরিও স্টেবেল আসবে। বর্তমানে কোম্পানি ডিভাইসের জন্য বিটা প্রো গ্রামে কাজ শুরু করে দিয়েছে।

Nokia 6 স্মার্টফোনটির ফিচার্স কেমন তা এবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.5-ইঞ্চির ফুল ভ HD ডিসপ্লে 2.5D গোরিলা গ্লাস দেওয়া হয়েছে। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার আর 3GB র‍্যাম দেওয়া হয়েছে। এই ফোনটিতে 32GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি নৌগাট যুক্ত।

যদি এই ডিভাইসের ক্যামেরার দিকে দেখা যায় তবে দেখা যাবে যে এই ফোনটিতে 16 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এই ফোনটিতে মেটাল বডি দেওয়া হয়েছে, জার ফলে এটি দেখতে বেশ আকর্ষণীয় হয়েছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo