Nokia 6.1 Plus ফোনটিতে আরও একবার নচ হাইড ফিচার দেওয়া হবে

Nokia 6.1 Plus ফোনটিতে আরও একবার নচ হাইড ফিচার দেওয়া হবে
HIGHLIGHTS

HMD গ্লোবালের চিফ প্রোডাক্ট অফিসার Juho Sarvikas টুইট করে জানিয়েছেন যে এই ফিচারটি খুব তাড়াতাড়ি ইনেবেল করা হবে

এই বছরের স্মার্টফোনে সব থেকে বেশি ট্রেন্ডিং ফিচারে হল ডিসপ্লের টপে থাকা নচ। আর অ্যাপেল আর এসেন্সিয়ালের পরে অন্য কোম্পানি গুলিও এই ফিচার দেওয়া শুরু করে।

HMD গ্লোবাল নোকিয়ার সাব ব্র্যান্ডের কিছু ফোনে নচ দিয়েছে আর কোম্পানি সফটোয়্যার সেটিংসের মাধ্যমে নচ হাইড করার অপশানও দিয়েছে। তবে Nokia কমিউনিটি ফোরামের কোন কোন ইউজার্সের মতে Nokia 6.1 Plus ফোনে নচ হাইড করার ফিচার সরিয়ে দেওয়া হয়েছে।

 

Digit.in
Logo
Digit.in
Logo